Friday, December 19, 2025

লক্ষ্মীবারে লগ্নি টানার লক্ষ্যে বৈঠক, মাদ্রিদে হাজির মমতা-সৌরভ

Date:

Share post:

কুণাল ঘোষ

মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

মাদ্রিদ: লক্ষ্মীবারে লগ্নি টানার লক্ষ্যে বৈঠক শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাই থেকে বুধবার দুপুরে মাদ্রিদ পৌঁছে গিয়েছেন তিনি। এদিন তাঁর কোনও কর্মসূচি নেই। তবে বৃহস্পতিবার থেকে লাগাতার শিল্প ও বাণিজ্য মহলের সঙ্গে বৈঠক রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বৃহস্পতিবার লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক। সেখানে উপস্থিত থাকবেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। বুধবারই সস্ত্রীক লন্ডন থেকে মাদ্রিদ পৌঁছেছেন সৌরভ।

মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলার প্রতিনিধিদলে এসেছেন একঝাঁক শিল্পপতি। বৃহস্পতিবার সন্ধেয় লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ার তেভেজের সঙ্গে বৈঠক বাংলার মুখ্যমন্ত্রীর। সেখানে থাকবেন মোহনবাগানের কর্তা দেবাশিস দত্ত এবং মহামেডানের ইশতিয়াক আহমেদ। ভিসা জটিলতায় এখনও মাদ্রিদে পৌঁছননি ইস্টবেঙ্গলের রূপক সাহা। বৃহস্পতিবার বৈঠকের আগে তিনি পৌঁছে যাবেন বলে আশা। বৈঠকে থাকবেন সৌরভও।

 

এদিকে ‘পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড’-এর দুই কর্তা ত্রিদিব চট্টোপাধ্যায় এবং সুধাংশুশেখর দে-ও স্পেনের প্রকাশনা সংস্থার কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন।

মাদ্রিদে রাসায়নিক শিল্প, গাড়ি, বিমান নির্মাণ, ইলেকট্রনিক পণ্য, চিকিৎসার সরঞ্জাম, প্রক্রিয়াজাত খাবার, চর্মজাত পণ্য উৎপাদন শিল্পই প্রধান। ইউরোপের অন্যান্য শহরের মতোই আধুনিক পরিকাঠামো রয়েছে রাজধানী মাদ্রিদে। স্পেনে ৬ থেকে ১৬ বছর বয়স পর্যন্ত শিক্ষা অবৈতনিক।

ফুটবল প্রশাসক হিসেবে মোট ১১টি লা লিগা ক্লাবের সঙ্গে কাজ করেছেন তেভেজ। টিকিটের দাম দর্শকদের সাধ্যের মধ্যে এনেছেন। প্রেসিডেন্ট হিসেবে ম্যাচ গড়াপেটার বিরুদ্ধে লড়েছেন। ক্লাবগুলির ডিজিটাল এবং মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মের উন্নয়ন করেছেন লা লিগার প্রেসিডেন্ট। এহেন তেভেজের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হবে বলেই আশা সব মহলের।

আরও পড়ুন- তৃণমূলকে ভয় পাচ্ছে বিজেপি: I.N.D.I.A জোটের বৈঠকের দিন তলব প্রসঙ্গে তো.প অভিষেকের

spot_img

Related articles

মহাপ্রভুর অন্তর্ধান রহস্যের উত্তর মিলবে কি! প্রকাশ্যে ‘লহ গৌরাঙ্গের নাম রে’-র ট্রেলার

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা শুরু বছর ছয়েক আগেই, মাঝে বহু বিতর্ক - সমালোচনা, অবশেষে মুক্তি পেল বহু প্রতীক্ষিত সৃজিত মুখোপাধ্যায়ের...

নির্বাচনের আগে ‘পূর্বপরিকল্পিত’ হিংসা ইউনূস সরকারের: দাবি আওয়ামি লীগ প্রাক্তন মন্ত্রীর

দুমাস পরে দেশে নির্বাচন। তার আগে ভয়ঙ্কর হিংসার আগুনে পুড়ছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে গোটা ঘটনাকে ক্ষমতায় টিকে থাকতে...

বর্ষসেরা মহিলা সাংসদের পুরস্কার দোলা সেনকে, দেশ-রাজ্যবাসীকে ধন্যবাদ আপ্লুত তৃণমূল সাংসদের

সেরা মহিলা সাংসদের সম্মান পেলেন তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ দোলা সেন (Dola Sen)। প্রতিটি বিভাগে সংসদের উভয় কক্ষ...

আইএসএল আয়োজনে উদ্যোগী ক্লাব জোট রূপরেখা পাঠাল দিল্লিতে, ব্যতিক্রমী ইস্টবেঙ্গল

আইএসএল করার রূপরেখা তৈরি করে  কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে  চিঠি পাঠাল আইএসএলের(ISL) ১২ ক্লাবের সম্মিলিত জোট। ...