Saturday, January 10, 2026

লক্ষ্মীবারে লগ্নি টানার লক্ষ্যে বৈঠক, মাদ্রিদে হাজির মমতা-সৌরভ

Date:

Share post:

কুণাল ঘোষ

মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

মাদ্রিদ: লক্ষ্মীবারে লগ্নি টানার লক্ষ্যে বৈঠক শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাই থেকে বুধবার দুপুরে মাদ্রিদ পৌঁছে গিয়েছেন তিনি। এদিন তাঁর কোনও কর্মসূচি নেই। তবে বৃহস্পতিবার থেকে লাগাতার শিল্প ও বাণিজ্য মহলের সঙ্গে বৈঠক রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বৃহস্পতিবার লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক। সেখানে উপস্থিত থাকবেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। বুধবারই সস্ত্রীক লন্ডন থেকে মাদ্রিদ পৌঁছেছেন সৌরভ।

মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলার প্রতিনিধিদলে এসেছেন একঝাঁক শিল্পপতি। বৃহস্পতিবার সন্ধেয় লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ার তেভেজের সঙ্গে বৈঠক বাংলার মুখ্যমন্ত্রীর। সেখানে থাকবেন মোহনবাগানের কর্তা দেবাশিস দত্ত এবং মহামেডানের ইশতিয়াক আহমেদ। ভিসা জটিলতায় এখনও মাদ্রিদে পৌঁছননি ইস্টবেঙ্গলের রূপক সাহা। বৃহস্পতিবার বৈঠকের আগে তিনি পৌঁছে যাবেন বলে আশা। বৈঠকে থাকবেন সৌরভও।

 

এদিকে ‘পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড’-এর দুই কর্তা ত্রিদিব চট্টোপাধ্যায় এবং সুধাংশুশেখর দে-ও স্পেনের প্রকাশনা সংস্থার কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন।

মাদ্রিদে রাসায়নিক শিল্প, গাড়ি, বিমান নির্মাণ, ইলেকট্রনিক পণ্য, চিকিৎসার সরঞ্জাম, প্রক্রিয়াজাত খাবার, চর্মজাত পণ্য উৎপাদন শিল্পই প্রধান। ইউরোপের অন্যান্য শহরের মতোই আধুনিক পরিকাঠামো রয়েছে রাজধানী মাদ্রিদে। স্পেনে ৬ থেকে ১৬ বছর বয়স পর্যন্ত শিক্ষা অবৈতনিক।

ফুটবল প্রশাসক হিসেবে মোট ১১টি লা লিগা ক্লাবের সঙ্গে কাজ করেছেন তেভেজ। টিকিটের দাম দর্শকদের সাধ্যের মধ্যে এনেছেন। প্রেসিডেন্ট হিসেবে ম্যাচ গড়াপেটার বিরুদ্ধে লড়েছেন। ক্লাবগুলির ডিজিটাল এবং মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মের উন্নয়ন করেছেন লা লিগার প্রেসিডেন্ট। এহেন তেভেজের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হবে বলেই আশা সব মহলের।

আরও পড়ুন- তৃণমূলকে ভয় পাচ্ছে বিজেপি: I.N.D.I.A জোটের বৈঠকের দিন তলব প্রসঙ্গে তো.প অভিষেকের

spot_img

Related articles

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...