Wednesday, December 17, 2025

অবশেষে গতি পেতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Saurav Ganguly) বায়োপিক। সৌরভের ব্যস্ততা এবং বায়োপিকের দায়িত্বে থাকা লভ প্রোডাকশন হাউজের কিছুটা অন্য সিনেমার কারণে ধীরগতিতে চলছিল সৌরভের বায়োপিক তৈরির কাজ। তবে এবার আর ধীর নয়, কারণ ‘মহারাজের’ বায়পিকের কাজে গতি আনতে এ বার ময়দানে নামলেন ‘মাস্টারব্লাস্টার’। ভাবছেন সৌরভের বায়োপিকে সচিনের (Sachin Tendulkar) ভূমিকা কী! তাই তো?

সৌরভের বায়োপিকের স্ক্রিপ্ট লেখার কাজ শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে ‘মহারাজের’ জীবনের বিভিন্ন গল্প বা মুহূর্ত অডিও রেকর্ড করে নেওয়া হচ্ছে। সৌরভ নিজে একাধিকবার তাঁর জীবনের জানা-অজানা সব গল্প শুনিয়েছেন নির্মাতাদের। এবার সৌরভের সতীর্থদের কাছ থেকে গল্প শোনার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই ভিভিএস লক্ষ্মণ, হরভজন, সেওয়াগরা ‘দাদা’-কে নিয়ে নিজেদের অভিজ্ঞতা এবং মুহূর্ত শেয়ার করেছেন। সৌরভের বায়োপিকের নির্মাতা লাভ রঞ্জন ও অঙ্কুর গর্গ দেশের বিভিন্ন প্রান্ত ঘোরাঘুরি করে সৌরভের বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন। মহারাজের পরিবারের সদস্যদের থেকেও সৌরভ সম্পর্কে তথ্য নেওয়া হয়েছে। সেইমতো সৌরভের ক্রিকেট জীবনের সবচেয়ে কাছের বন্ধু তথা ওপেনিং পার্টনার সচিনের থেকে যাবতীয় তথ্য এবং স্পেশাল স্পেশ্যাল মুহূর্তগুলোও এবার রেকর্ড করা হল।

সচিনের বাড়িতে পৌঁছে যান দুই প্রযোজক এবং সিনেমার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সৌরভ-সচিনের বন্ধু সঞ্জয় দাস। স্কুল জীবনে বিভিন্ন বয়স ভিত্তিক টুর্নামেন্টে সচিন, সৌরভ এবং সঞ্জয় দাস একসঙ্গে একাধিক ম্যাচ খেলেছেন। সেই সঞ্জয় দাস সৌরভের বায়োপিক তৈরির ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করছেন। সিনেমার চুক্তি হওয়া থেকে শুরু করে রিল লাইফে সৌরভ কে হবেন তা নিয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। যদিও সৌরভের বায়োপিক সংক্রান্ত খবরের প্রশ্নে সংবাদমাধ্যমের কাছে ‘ চুপ’ থেকেছেন সঞ্জয় দাস ।তবে, এটা সত্যি সচিনের সঙ্গে কথা বলতেই ওর বাড়িতে আসা। সৌরভের বায়োপিক সংক্রান্ত বিষয়ে কথা হয়েছে। অনেক রাত পর্যন্ত রেকর্ডিং হয়েছে। পুরো বিষয়টি অডিও রেকর্ড করা হয়েছে। যাতে ফাইনাল স্ক্রিপ্ট লেখার সময় কাজে লাগতে পারে। তবে এর থেকে বেশি আর কিছু বলতে রাজি হননি সৌরভের বন্ধু সঞ্জয় দাস।

Related articles

অপূর্ব অভিজ্ঞতা: মেসির ভারত-ভিডিও-তে জায়গা কলকাতারও, নেই কোনও রাজনীতিক

অসমাপ্ত কনসার্ট। মাঠে আয়োজকদের চূড়ান্ত অব্যবস্থা। মাঠে ঢুকে তাণ্ডব দর্শকদের। এরপরেও লিওনেল মেসির ভারত সফরের উচ্ছ্বাসের ভিডিও-তে জায়গা...

CAA-তে কতজনকে নাগরিকত্ব? বিদ্বেষী বিজেপিকে তালিকা প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া কোনওভাবেই নাগরিকত্বের সঙ্গে যুক্ত নয়। বারবার জোর গলায় বিজেপি নেতারা এই কথাই বলেছেন। অথচ...

পারদ চড়ার পূর্বাভাস, হিমেল হাওয়ায় কিছুটা স্বস্তি

ডিসেম্বরের মাঝামাঝি ফের উপদ্রব পশ্চিমী ঝঞ্ঝার। যার জেরে দক্ষিণবঙ্গে কিছুটা তাপমাত্রা বাড়ার পূর্বাভাস (forecast) দিচ্ছে আবহাওয়া দফতর। কলকাতা...

ছাত্রীর নকাব টেনে খুললেন নীতীশ! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ

চিকিৎসক পড়ুয়ার মুখের নকাব টেনে খোলায় গোটা বিশ্বের সমালোচনার মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রাথমিকভাবে এই ঘটনাকে নীতীশের...
Exit mobile version