Wednesday, May 7, 2025

তেল ভরানোর নামে তা.ণ্ডব! চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের আসানসোলে চলল গু.লি

Date:

চব্বিশ ঘণ্টা কাটল না। বুধবারের পর পশ্চিম বর্ধমানের আসানসোলে (Asansol) ফের শ্যুটআউট (Shootout)। বৃহস্পতিবার দিনের আলোয় এক পেট্রোল পাম্পে (Petrol Pump) তেল ভরাতে এসে আচমকাই পাম্পের কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। আসানসোলের সালানপুরের ঘটনা। যদিও এই ঘটনায় কেউই গুলিবিদ্ধ হননি বলে খবর। তবে দুষ্কৃতীদের খোঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টে নাগাদ একটি স্কুটিতে করে সালানপুরের একটি পেট্রল পাম্পে তেল ভরাতে আসে ৩ দুষ্কৃতী। পেট্রল পাম্পের এক মহিলা কর্মীকে ৫৫ টাকার তেল দিতে বলে তারা। অভিযোগ, তেল দেওয়া শেষ হতে না হতেই স্কুটিতে থাকা এক যুবক আগ্নেয়াস্ত্র বের করে ওই মহিলা কর্মীকে লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু নিশানা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বাঁচেন ওই মহিলা কর্মী। এরপরই ছুটে পালিয়ে গিয়ে লুকিয়ে পড়েন তিনি। পুরো ঘটনার ভিডিও সিসিটিভি ফুটেজে (CCTV Footage) ধরা পড়েছে। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, পেট্রল পাম্প থেকে পালানোর সময়েও এলাকায় আতঙ্ক ছড়াতে আরও এক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা।

উল্লেখ্য, বুধবারই আসানসোল দক্ষিণ থানার খটিকপাড়ায় গুলি চলার ঘটনা ঘটে। সেখানে বোনকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম কমল সোনকর। ১৮ বছরের ওই তরুণীকে তাঁর দাদা রাহুল সোনকর গুলি করে বাড়ি ছেড়ে চলে যান বলে অভিযোগ। এরপরই রক্তাক্ত অবস্থায় তরুণীকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

 

 

 

 

Related articles

যুদ্ধ নয়, লক্ষ্য স্থির করে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার তথ্য পেশ দুই মহিলা সেনাকর্তার

কেন পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে হামলা তা নিয়ে কোনও ব্যাখ্যারই প্রয়োজন নেই। কিন্তু যারা প্রশ্ন তুলছেন হামলার ধরণ নিয়ে...

SSC নিয়ে আদালত অবমাননার মামলা গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট

২৬ হাজার চাকরি বাতিল মামলায় চাকরিহারাদের বেতন ফেরানোর সুপ্রিম নির্দেশ কার্যকরী হচ্ছে না অভিযোগ করে আদালত অবমাননার মামলা...

পহেলগামের জঙ্গি হামলার জবাব দিল ভারত, জয় ইন্ডিয়া! বললেন মুখ্যমন্ত্রী 

পহেলগামের জঙ্গি হামলার বদলা নিল ভারতীয় সেনা (Indian Army)। অপারেশন সিঁন্দুরের (Operation Sindoor) মাধ্যমে প্রায় ৯০ জঙ্গিকে মারল...

পহেলগামের প্রত্যাঘাতে খুশি স্বজনহারারা, জেনে নিন কেন ‘OPERATION SINDOOR’ নামকরণ

ভূস্বর্গের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে চোখের সামনে সবটা শেষ হয়ে গেছিল গত বাইশে এপ্রিল। পহেলগামে (Pahelgam attack)...
Exit mobile version