Wednesday, November 5, 2025

আগামিকাল মাদ্রিদে শিল্প সম্মেলন, ‘বাংলার দিদি’র পাশে থাকবেন ‘দাদা’

Date:

 

কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

মাদ্রিদ: লক্ষ্য রাজ্যে লগ্নি। লক্ষ্য শিল্পায়ন। লক্ষ্য কর্মসংস্থান। সেই লক্ষ্যেই আসন্ন BGBS-এর আগে স্পেন সফর বাংলার মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবারের পর শুক্রবারও মাদ্রিদের শিল্প সম্মেলনে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সেখানে তাঁর পাশে থাকবেন BCCI-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourabh Ganguli)।

মাদ্রিদ বইমেলায় এবার কলকাতার স্টল, দুই শহরের ‘বই বন্ধুত্বের’ মউ স্বাক্ষর

বুধবারই দুবাই থেকে মাদ্রিদ পৌঁছন মুখ্যমন্ত্রী। সেদিন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ও কন্যা সানাকে নিয়ে মাদ্রিদ (Madrid) এসেছেন সৌরভও। বৃহস্পতিবার, লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান সৌরভ। এদিন প্রাতঃভ্রমণে বেরিয়ে ফোনেও মহারাজের সঙ্গে একপ্রস্থ কথা বলেন মমতা। অনুষ্ঠানে ডোনা ও সানাকে নিয়ে আসার কথা বলেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বরাবরই সুসম্পর্ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তিনি যখন অসুস্থ, মুখ্যমন্ত্রী নিজে হাসপাতালে গিয়েছিলেন সৌরভকে দেখতে। বাড়িতে গিয়েও শুভেচ্ছা জানিয়ে এসেছিলেন। সৌরভকে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়ার তীব্র বিরোধিতা করেছিলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, যেভাবে বাংলার দুর্গাপুজোকে আন্তর্জাতিক স্তরে নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী, তাকে সাধুবাদ জানিয়েছেন বাংলার দাদা। ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার পরে রেড রোডের অনুষ্ঠানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের অকুণ্ঠ প্রশংসা করেন মহারাজ। মাদ্রিদে গিয়েও বাংলার মুখ্যমন্ত্রীর লগ্নি টানার উদ্যোগের পাশে রয়েছেন সৌরভ।


Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version