Thursday, November 13, 2025

হি.ন্দুধর্মের সঙ্গে সম্পর্কিত ‘ঐতিহাসিক’ বস্তুগুলিকে দ্রুত হস্তান্তর! ASI কে নির্দেশ আদালতের

Date:

জ্ঞানব্যাপী মসজিদে (Gyanvapi Mosque) হিন্দু ধর্মের সঙ্গে সম্পর্কিত যে ঐতিহাসিক বস্তুগুলি পাওয়া গিয়েছে তা দ্রুত আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (Archeological Survey of India)  বিশেষজ্ঞ দলকে জেলাশাসকের কাছে হস্তান্তরের নির্দেশ দিল বারাণসী জেলা আদালত (Varanasi District Court)। বৃহস্পতিবার জেলা আদালতের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, জেলাশাসক বা তাঁর মনোনীত কোনও ব্যক্তিকে ওই ঐতিহাসিক বস্তুগুলিকে রক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যদি প্রয়োজন হয় পরে সেগুলি আদালতের হাতে তুলে দিতে হবে জেলাশাসককে (District Magistrate)।

বুধবার বারাণসী জেলা আদালত সাফ জানিয়ে দেয়, জ্ঞানবাপীর সমীক্ষাস্থল থেকে এই মামলার সঙ্গে সম্পর্কিত বা হিন্দু ধর্ম ও উপাসনা পদ্ধতির সঙ্গে সম্পর্কিত বা ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এই মামলার ক্ষেত্রে প্রাসঙ্গিক যে বস্তু এবং উপকরণগুলি পাওয়া গিয়েছে, তা জেলাশাসকের কাছে হস্তান্তর করা হবে। জেলাশাসক বা তাঁর দ্বারা মনোনীত কোনও আধিকারিককে ওই জিনিসগুলিকে সুরক্ষিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আদালত যখনই চাইবে, তখনই সেগুলি উপস্থাপন করতে হবে। এদিকে আদালতের অনুমোদন পাওয়ার পর বারাণসীর জ্ঞানবাপী মসজিদে গত ৪ অগস্ট থেকে বৈজ্ঞানিক সমীক্ষা চালাচ্ছে এএসআই আধিকারিকরা। আর সেই সমীক্ষা চালিয়েই আদালতকে বেশ কিছু পুরাতাত্ত্বিক নমুনা পাওয়ার কথাও জানিয়েছে এএসআই।

তবে হিন্দু ধর্মাবলম্বীদের একাংশের দাবি, বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদটি কোনও প্রাচীন হিন্দু মন্দির প্রাঙ্গনে তৈরি করা হয়েছিল। বারাণসীর কয়েকজন হিন্দু মহিলা সেই মসজিদ প্রাঙ্গনে পূজার দাবি করে মামলা দায়ের করেছিলেন। এলাহাবাদ হাইকোর্টে সেই মামলার বৈধতাকে চ্যালেঞ্জ জানায় মসজিদ কর্তৃপক্ষ। সেই মামলার শুনানির ঠিক আগেই এমন নির্দেশ দিল বারাণসী জেলা আদালত।

 

 

 

 

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version