Saturday, August 23, 2025

কারও জন্য বিশেষ সুযোগসুবিধা দেবে না আদালত। শুক্রবার নিয়োগকাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিনের শুনানি চলাকালীন একথা সাফ জানিয়ে দিলেন আলিপুর বিশেষ আদালতের (Alipore Special Court) বিচারক। এদিনই পার্থর জামিনের শুনানির জন্য তারিখ চেয়ে আদালতে আর্জি জানিয়েছিলেন তাঁর আইনজীবী। আর সেই আর্জি খারিজ করে দিলেন বিচারক। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৭ সেপ্টেম্বর।

শুক্রবার আলিপুরের বিশেষ আদালতে নিয়োগকাণ্ডের শুনানি ছিল। সেখানে উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন আদালতে জামিনের আবেদন করে পার্থর আইনজীবী শুনানির জন্য তারিখ চান। আর তার পরিপ্রেক্ষিতেই এদিন বিচারক স্পষ্ট বলেন, আদালত কাউকে বিশেষ সুবিধা দেবে না। যে রকম যা তারিখ নির্ধারিত হয়ে রয়েছে, সেই মতোই শুনানি হবে। এর আগে ৮ সেপ্টেম্বর শুনানিতে পার্থের জামিনের আবেদন করেছিলেন তাঁর আইনজীবী। তবে আদলত তা খারিজ করে দেয়। তবে শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়ই নন, শুক্রবার আদালতে হাজির করানো হয় নিয়োগকাণ্ডে অভিযুক্ত মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা অশোক সাহা, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, এজেন্ট চন্দন মণ্ডলকেও। পাশাপাশি এদিন ভার্চুয়ালি শুনানিতে হাজির ছিলেন এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন‌্হা।

এদিন পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি সুবীরেশ, শান্তিপ্রসাদের জামিনের হয়েও সওয়াল করেন তাঁদের আইনজীবীরা। তাঁদের মক্কেলদের জামিনের আর্জিও এদিন নাকচ করে দেয় আদালত।

 

 

 

 

 

Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...
Exit mobile version