Wednesday, November 5, 2025

ধোপে টিকল না আর্জি! ফের খারিজ পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন

Date:

কারও জন্য বিশেষ সুযোগসুবিধা দেবে না আদালত। শুক্রবার নিয়োগকাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিনের শুনানি চলাকালীন একথা সাফ জানিয়ে দিলেন আলিপুর বিশেষ আদালতের (Alipore Special Court) বিচারক। এদিনই পার্থর জামিনের শুনানির জন্য তারিখ চেয়ে আদালতে আর্জি জানিয়েছিলেন তাঁর আইনজীবী। আর সেই আর্জি খারিজ করে দিলেন বিচারক। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৭ সেপ্টেম্বর।

শুক্রবার আলিপুরের বিশেষ আদালতে নিয়োগকাণ্ডের শুনানি ছিল। সেখানে উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন আদালতে জামিনের আবেদন করে পার্থর আইনজীবী শুনানির জন্য তারিখ চান। আর তার পরিপ্রেক্ষিতেই এদিন বিচারক স্পষ্ট বলেন, আদালত কাউকে বিশেষ সুবিধা দেবে না। যে রকম যা তারিখ নির্ধারিত হয়ে রয়েছে, সেই মতোই শুনানি হবে। এর আগে ৮ সেপ্টেম্বর শুনানিতে পার্থের জামিনের আবেদন করেছিলেন তাঁর আইনজীবী। তবে আদলত তা খারিজ করে দেয়। তবে শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়ই নন, শুক্রবার আদালতে হাজির করানো হয় নিয়োগকাণ্ডে অভিযুক্ত মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা অশোক সাহা, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, এজেন্ট চন্দন মণ্ডলকেও। পাশাপাশি এদিন ভার্চুয়ালি শুনানিতে হাজির ছিলেন এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন‌্হা।

এদিন পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি সুবীরেশ, শান্তিপ্রসাদের জামিনের হয়েও সওয়াল করেন তাঁদের আইনজীবীরা। তাঁদের মক্কেলদের জামিনের আর্জিও এদিন নাকচ করে দেয় আদালত।

 

 

 

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version