Sunday, August 24, 2025

নারী ক্ষমতায়ন: মহিলা উদ্যোগপতির নিরিখে দেশে দ্বিতীয় স্থানে বাংলা

Date:

রাজ্যের মহিলাদের অগ্রগতির লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছেন মুখ্যমন্ত্রী(Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। নারী শিক্ষা ও তাঁদের স্বাবলম্বী করতে সরকারের তরফে আনা হয়েছে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্প। এবার মিলল তারই সুফল। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে মহিলা উদ্যোগপতির বিচারে দেশে দ্বিতীয় স্থানে জায়গা পেল বাংলা।

বৃহস্পতিবার বণিকসভা সিআইআই আয়োজিত এক অনুষ্ঠানে বাংলার মহিলাদের ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতির কথা তুলে ধরেন সংশ্লিষ্ট দফতরের প্রধান সচিব রাজেশ পাণ্ডে। তিনি বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বীকৃতি। এর থেকে বোঝা যায়, মহিলা উদ্যোগপতি গড়ে তুলতে রাজ্য সরকার পদক্ষেপ করেছে। পাশাপাশি তিনি বলেন, এরাজ্যে হোসিয়ারি এবং বস্ত্র শিল্পের প্রভূত উন্নতি হয়েছে। অন্যান্য রাজ্যের পাশাপাশি দেশের বাইরেও তার স্বীকৃতি মিলছে। তবে বিশ্বের বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে এই শিল্পকে আর্থিক সাহায্য দিয়ে যাবে রাজ্য সরকার, জানিয়েছেন তিনি। প্রধান সচিবের আর্জি, সরকার ‘ভবিষ্যৎ’ নামে যে ঋণ প্রকল্প চালু করেছে, তার সুবিধা নিক সংস্থাগুলি।

উল্লেখ্য, শিক্ষা থেকে শুরু করে ব্যবসা, সমস্ত দিক থেকে মহিলাদের স্বাবলম্বী করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কাজ করে চলেছে দীর্ঘদিন ধরে। এক্ষেত্রে একাধিক জনমুখি প্রকল্পের পাশাপাশি মহিলাদের জন্য চালু করা হয়েছে বহু স্বনির্ভর গোষ্ঠী। যেখান থেকে আর্থিক সাহায্য নিয়ে ক্ষুদ্র, ছোট শিল্পে মহিলাদের উন্নতি চোখে পড়ার মতো বৃদ্ধি পেয়েছে এই এক দশকে। এর পাশাপাশি বড় পরিসরে ব্যবসায়িক ক্ষেত্রে সকলকে এগিয়ে আসার জন্য রাজ্য সরকারের তরফে রয়েছে ‘ভবিষ্যৎ’ নামে যে ঋণ প্রকল্প। শুধু তাই নয়, জনপ্রতিনিধি তথা রাজ্যসরকারের মন্ত্রী তালিকাতেও গোটা দেশের নিরিখে রাজ্যের মহিলাদের সুযোগ দেওয়ার বিষয়টিও চোখে পড়ার মতো।

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version