Thursday, August 21, 2025

শুভেন্দুর কর্মসূচির নামে মোটা টাকা তোলাবাজি! ব্যবসায়ীকে মারধরে ‘গদ্দার’কে গ্রে.ফতারের দাবি তৃণমূলের

Date:

বিজেপি নেতাদের (BJP Leader) বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ নতুন কিছু নয়। তবে সেই তোলা আদায়ের জন্য কাউকে বেধড়ক মারধর (Harassments) করতেও এতটুকু পিছপা হচ্ছে না গেরুয়া বাহিনী। এবার বিরোধী দলনেতা তথা দলবদলু শুভেন্দু অধিকারীর নাম করে দলীয় তহবিলে মোটা টাকা অনুদান চেয়েছিলেন বিজেপির এক মণ্ডল সভাপতি। আর তা দিতে অস্বীকার করায় এবার এক ব্যবসায়ীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল গেরুয়া শিবিরের ওই মণ্ডল সভাপতির বিরুদ্ধে। নদিয়ার শান্তিপুর ব্লকের বেলঘরিয়া ১ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বেলের মাঠ এলাকার ঘটনা। এমন ঘটনা সামনে আসতেই প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস (TMC)। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী সুজন জোয়ারদার।

প্রহৃত ব্যবসায়ীর অভিযোগ, বৃহস্পতিবার ফুলিয়াতে ‘মেরা মাটি, মেরা দেশ’ নামে বিজেপির এক কর্মসূচীতে যোগ দিতে যান বিরোধী দলনেতা শুভেন্দু (Suvendu Adhikari)। আর সেই অনুষ্ঠানের নামেই বিজেপির ওই মণ্ডল সভাপতি সুজনের থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। আর তা দিতে অস্বীকার করায় ওই ব্যবসায়ীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার জেরেই বৃহস্পতিবার সকালে বিজেপির মণ্ডল সভাপতি প্রদীপ সরকার ও তাঁর ভাই সুদীপের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রহৃত ওই ব্যবসায়ী। ইতিমধ্যে এমন আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে এক্স হ্যান্ডেলে বিজেপিকে একহাত নিয়েছে তৃণমূল। ব্যবসায়ীর অভিযোগ, বুধবার বাঁশতলাপাড়ায় বিজেপির মণ্ডল সভাপতি প্রদীপ সরকারের বাড়ির সামনে দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলেন। সেই সময় স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য-সহ বেশ কয়েকজন ব্যবসায়ী সুজনের পথ আটকে শুভেন্দু অধিকারীর কর্মসূচির নাম করে মোটা টাকা দাবি করে। কিন্তু, সুজন তা দিতে রাজি অস্বীকার করলেই বাঁধে বিপত্তি। এরপরই ইট, বাঁশ, লাঠি দিয়ে ব্যবসায়ীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি।

এদিকে তৃণমূলের তরফে বিজেপির মণ্ডল সভাপতি প্রদীপ সরকার ও তাঁর ভাই সুদীপকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়েছে। তৃণমূলের আরও অভিযোগ, দলবদলু শুভেন্দুর নির্দেশেই বিজেপির নেতারা এভাবে তোলাবাজি চালিয়ে যাচ্ছেন। আর সেকারণে ওই দুই অভিযুক্তের পাশাপাশি শুভেন্দু অধিকারীকেও গ্রেফতার করা হোক। অন্যদিকে, নদিয়া জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তপন সরকার জানান, ছোট হোক বা বড় যে কোনও প্রোগ্রামে ওরা যে টাকা খরচ হয় তার দশগুণ টাকা তোলে বিজেপি। ব্যবসায়ীকে সাধুবাদ জানাই সাহস করে অভিযোগ জানানোর জন্য। আগামীদিনে সমস্ত ব্যবসায়ীরা একত্রিত হয়ে রুখে দাঁড়াবেন বলেই আমার বিশ্বাস।

 

 

 

 

 

Related articles

বিবেকানন্দের শিকাগো বক্তৃতার স্মরণে ফুটবল প্রতিযোগিতার ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

১৮৯৩ সাল, শিকাগোর ধর্মসভায় সকলকে অবাক করে দিয়েছিলেন তিনি। সেই স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) বক্তৃতায় বিদ্যুতের গতির মতো ছড়িয়ে...

অভিজিৎ সরকার হত্যা মামলা: জামিন পরেশ পালসহ ২ কাউন্সিলরের

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণই নেই। বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করা হলেও আদতে...

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি আক্রমণের প্রতিবাদ! নিশীথের কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ দিনহাটায়

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ। বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা। প্রতিবাদে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith...
Exit mobile version