Thursday, November 13, 2025

নির্বাচন কমিশনার নিয়োগ বিল সংবিধান বিরোধী: প্রতিবাদে সরব ডেরেক

Date:

নির্বাচন কমিশনার(Election Commissioner) নিয়োগ বিল বা সিইসি বিলের(CEC Bill) বিরুদ্ধে সর্বাত্মক প্রতিবাদের ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। দলনেত্রীর নির্দেশমতো এবার এই বিলের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলের(TMC) রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন(Derek O’Brien)। কমিশনার নিয়োগ কমিটিতে প্রধান বিচারপতিকে সরিয়ে একজন কেন্দ্রীয় মন্ত্রীকে সেই কমিটিতে রাখার যে পদক্ষেপ কেন্দ্রের তরফে নেওয়া হচ্ছে তা সংবিধান বিরোধী বলে অভিযোগ করেন ডেরেক।

স্পেন সফর থেকেই সিইসি বিলের বিরোধিতায় দলকে সরব হওয়ার নির্দেশ দিয়েছিলেন দলনেত্রী মমত্রা বন্দ্যোপাধ্যায়। সেইমতো এই বিলের বিরুদ্ধে তোপ দেগে ডেরেক এদিন বলেন, “নরেন্দ্র মোদি ও বিজেপি প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানেরই দখল নিতে চাইছে। এটা সত্যিই লজ্জার। একদিকে আমরা ভাষণ দিতে গিয়ে সংসদীয় গণতন্ত্রের কথা বলছি। অন্যদিকে আসন্ন অধিবেশনে এমন একটি বিল আনা হচ্ছে যা সম্পূর্ণ অগণতান্ত্রিক। এটা থেকেই স্পষ্ট বোঝা যায় বিজেপির দিন শেষ হয়ে এসেছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তারা পরাজিত হবে। তাই হারের ভয় থেকেই এই ধরণের পদক্ষেপ।” একইসঙ্গে ডেরেক বলেন, “মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের ক্ষেত্রে এতদিন যে নিয়ম ছিল সেই কমিটি থেকে প্রধান বিচারপতিকে বাদ দেওয়া সম্পূর্ণরূপে গণতন্ত্র বিরোধী ও অসাংবিধানিক। সিলেকশন প্যানেল থেকে প্রধান বিচারপতিকে বাদ দেওয়া কোনওভাবেই সমর্থন যোগ্য নয়। আমরা এটা সমর্থন করব না।”

উল্লেখ্য, এই বিলের বিরুদ্ধে শুরু থেকেই সরব ছিল তৃণমূল। সংসদের বিশেষ অধিবেশনে এই বিল আনার কথা শোনামাত্রই স্পেন থেকে এর বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “মগের মুলুক নাকি! বিনাশকালে বুদ্ধিনাশ হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে দেশের বিচার ব্যবস্থাকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে চাইছে কেন্দ্র।” পাশাপাশি, দলকেও এই বিলের বিরোধিতায় সর্বাত্মক প্রতিবাদে নামার নির্দেশ দেন তিনি।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version