Friday, November 14, 2025

নির্বাচন কমিশনার নিয়োগ বিল সংবিধান বিরোধী: প্রতিবাদে সরব ডেরেক

Date:

নির্বাচন কমিশনার(Election Commissioner) নিয়োগ বিল বা সিইসি বিলের(CEC Bill) বিরুদ্ধে সর্বাত্মক প্রতিবাদের ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। দলনেত্রীর নির্দেশমতো এবার এই বিলের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলের(TMC) রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন(Derek O’Brien)। কমিশনার নিয়োগ কমিটিতে প্রধান বিচারপতিকে সরিয়ে একজন কেন্দ্রীয় মন্ত্রীকে সেই কমিটিতে রাখার যে পদক্ষেপ কেন্দ্রের তরফে নেওয়া হচ্ছে তা সংবিধান বিরোধী বলে অভিযোগ করেন ডেরেক।

স্পেন সফর থেকেই সিইসি বিলের বিরোধিতায় দলকে সরব হওয়ার নির্দেশ দিয়েছিলেন দলনেত্রী মমত্রা বন্দ্যোপাধ্যায়। সেইমতো এই বিলের বিরুদ্ধে তোপ দেগে ডেরেক এদিন বলেন, “নরেন্দ্র মোদি ও বিজেপি প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানেরই দখল নিতে চাইছে। এটা সত্যিই লজ্জার। একদিকে আমরা ভাষণ দিতে গিয়ে সংসদীয় গণতন্ত্রের কথা বলছি। অন্যদিকে আসন্ন অধিবেশনে এমন একটি বিল আনা হচ্ছে যা সম্পূর্ণ অগণতান্ত্রিক। এটা থেকেই স্পষ্ট বোঝা যায় বিজেপির দিন শেষ হয়ে এসেছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তারা পরাজিত হবে। তাই হারের ভয় থেকেই এই ধরণের পদক্ষেপ।” একইসঙ্গে ডেরেক বলেন, “মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের ক্ষেত্রে এতদিন যে নিয়ম ছিল সেই কমিটি থেকে প্রধান বিচারপতিকে বাদ দেওয়া সম্পূর্ণরূপে গণতন্ত্র বিরোধী ও অসাংবিধানিক। সিলেকশন প্যানেল থেকে প্রধান বিচারপতিকে বাদ দেওয়া কোনওভাবেই সমর্থন যোগ্য নয়। আমরা এটা সমর্থন করব না।”

উল্লেখ্য, এই বিলের বিরুদ্ধে শুরু থেকেই সরব ছিল তৃণমূল। সংসদের বিশেষ অধিবেশনে এই বিল আনার কথা শোনামাত্রই স্পেন থেকে এর বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “মগের মুলুক নাকি! বিনাশকালে বুদ্ধিনাশ হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে দেশের বিচার ব্যবস্থাকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে চাইছে কেন্দ্র।” পাশাপাশি, দলকেও এই বিলের বিরোধিতায় সর্বাত্মক প্রতিবাদে নামার নির্দেশ দেন তিনি।

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version