Wednesday, August 27, 2025

কেরলে নি*পায় আক্রান্ত বেড়ে ৬! সংক্রমণে রাশ টানতে সতর্কতা জারি কর্ণাটকেও

Date:

উদ্বেগ বাড়াচ্ছে নিপা ভাইরাস। রোজই বাড়ছে আক্রান্তের সংখ্যা।কেরলে গত ২৪ ঘণ্টায় আরও একজনের আক্রান্তের খবর মিলেছে । ফলে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ছয়। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর,শুক্রবার এক ব্যক্তির শরীরে এই ভাইরাসের খোঁজ মিলেছে। তাঁর নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্ত ব্যক্তিকে আপাতত হাসপাতালেই পর্যবেক্ষণে রাখা হয়েছে।এদিকে, নিপার সংক্রমণ রুখতে পড়শি রাজ্য কর্ণাটকেও নানান বিধিনিষেধ জারি হয়েছে। বৃহস্পতিবার নিপা নিয়ে নির্দেশিকা জারি করেছে কর্ণাটক সরকার। সমস্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ এবার নিপা ভাইরাসের হানা কেরলে, আক্রান্ত হয়ে মৃত্যু কিশোরের
কেরলে বুধবার কোঝিকোড় জেলার সাতটি গ্রামকে গণ্ডিবদ্ধ এলাকা হিসেবে চিহ্নিত করার পরও সংক্রমণের রাশ টানার জন্য উঠেপড়ে লাগে সে রাজ্যের সরকার। বৃহস্পতিবার ও শুক্রবার পরপর দু’দিন নিপায় সংক্রমিতের সংখ্যা বৃদ্ধি পায়। আক্রান্তরা দু’জনেই হাসপাতালের স্বাস্থ্যকর্মী বলে জানা গেছে। কেরলে কোঝিকোড়ের পাশাপাশি কান্নুড়, ওয়েনাড় এবং মলপ্পুরমেও সতর্কতা জারি করা হয়েছে। কেন্দ্রের পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল কেরলের পরিস্থিতির দিকে নজর রাখছেন। স্বাস্থ্য দফতর জানিয়েছে, যাঁরা আক্রান্ত হচ্ছেন, তাঁদের দ্রুত চিহ্নিত করে বিশেষ পর্যবেক্ষণে রাখা হচ্ছে। শুধু তাই-ই নয়,যাঁরা ওই সব রোগীদের সংস্পর্শে এসেছেন,এমন ব্যক্তিদেরও চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। তাঁদেরও একান্তবাসে পাঠিয়ে পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
বুধবারই স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছিলেন, নিপায় আক্রান্ত সংস্পর্শে এসেছেন এমন ব্যক্তিদের একটি তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন ৭০৬ জন। তাঁদের মধ্য ১৫৩ জন স্বাস্থ্যকর্মী। তিনি আরও জানিয়েছেন, নিপায় আক্রান্তদের সংস্পর্শে আসা লোকজনদের চিহ্নিতকরণের উপর জোর দেওয়া হচ্ছে। কোনও উপসর্গ ধরা পড়লেই একান্তবাসে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
নিপার যে রূপটি কোঝিকোড়ে সংক্রমণ ছড়াচ্ছে, সেটি বাংলাদেশ রূপ। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এই ভাইরাসের এখনও কোনও প্রতিষেধক তৈরি হয়নি। ফলে সংক্রমণের তুলনায় মৃত্যুর হার বেশি। ফলে এই ভাইরাসকে যাতে দ্রুত নিয়ন্ত্রণ করা যায়, এখন সেদিকেই নজর কেরল সরকারের।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version