Sunday, August 24, 2025

সিরিয়ালের ‘মিঠাই’রানি কৌশিকী অমাবস্যায় হঠাৎ করেই শিরোনামে উঠে এলেন। এইমুহূর্তে তিনি উত্তরবঙ্গে তাঁর টলিউড ডেবিউ ‘প্রধান’ (Pradhan)সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। দেবের (Dev) সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে রীতিমতো আপ্লুত সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। কিন্তু ব্যস্ত শিডিউল থাকলেও, মা’কে ভুলে যান কী করে? তাই গতকাল কৌশিকী অমাবস্যাতে (Kousiki Amavasya) অভিনেত্রীর ভক্তিতে মজলেন অনুরাগীরা। আসলে ঈশ্বরে অগাধ বিশ্বাস নায়িকার। তাই অমাবস্যায় শুটিংয়ের মাঝেও তিনি ছুটে গেলেন কালীমন্দিরে (Kalipuja)। পুজো দিলেন ভক্তি ভরে, মায়ের পায়ে ঠেকানো জবা ফুল পুরোহিত নিজে ছুঁয়ে দিলেন তাঁর মাথায়। নিজেই শেয়ার করলেন সেই ছবি। তাঁকে দেখে অবাক ভক্তরা। শিকড় যে তিনি ভোলেননি সেই কথাই কমেন্ট বক্সে লিখেছেন অনুরাগীরা।

বাংলা সিরিয়ালের জগতে অত্যন্ত চেনা মুখ সৌমিতৃষা কুণ্ডু। এক সিরিয়ালেই কার্যত তাঁর পরিচিতি আকাশছোঁয়া। নানা চরিত্রে তিনি সাবলীল অভিনয় করলেও ঈশ্বরভক্তি নিয়ে বরাবরই সরব সৌমিতৃষা। তাঁর ‘মিঠাই’ ধারাবাহিকের সেটেও থাকত দেবতার মূর্তি। নিয়মিত পুজো করে তবেই তিনি শুটিং শুরু করতেন । সিরিয়ালেও গোপাল ঠাকুরকে নিয়ে বারবার সওয়াল করেছেন তিনি। বাস্তবেও তিনি আস্তিক মানুষ। ‘প্রধান’ ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে নায়িকাকে। ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এই সুযোগ পাওয়া সম্ভব ছিল না বলে আগেই জানিয়েছিলেন অভিনেত্রী। ‘প্রধান’ সিনেমার শুটিং অভিজ্ঞতার কথা শেয়ার করতে গিয়ে অভিনেতা দেবের যথেষ্ট প্রশংসা করেছেন তিনি। সৌমিতৃষা বলেন,” দেবদা এক অদ্ভুত ব্যালেন্স করে চলা মানুষ, হাসি মজার ঠাট্টার সময় তাঁর জুড়ি মেলা ভার, আমার কাজের সময় তিনি ঠিক ততটাই সিরিয়াস। আর এটাই তো প্রয়োজন। আমার কাছে এটা একটা অভিনয়ের ওয়ার্কশপ।”

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version