Thursday, August 28, 2025

ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সাক্ষীদের বয়ান গ্রহণ! মণিপুর হিং.সা মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ শীর্ষ আদালতের  

Date:

ম্যাজিস্ট্রেটের (Magistrate) উপস্থিতিতে ২৭ টি মামলার সাক্ষীদের বয়ান নেওয়া হবে। শনিবার মণিপুর হিংসা (Manipur Case) সংক্রান্ত মামলায় সাফ নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ এদিন নির্দেশ দিয়েছে, সিবিআই ইতিমধ্যে ওই ২৭টি মামলার তদন্ত করছে। এবার শীর্ষ আদালত সাফ জানিয়ে দেয়, বিচার প্রক্রিয়া অসমে (Assam) হলেও বয়ান গ্রহণ ও অভিযুক্তদের চিহ্নিতকরণের প্রক্রিয়া করতে হবে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই। পাশাপাশি মণিপুরে সাক্ষীদের বয়ান গ্রহণ করার পর সেই রেকর্ডিং পাঠিয়ে দিতে হবে অসমের নির্দিষ্ট আদালতে।

উল্লেখ্য, অসমে বিচার প্রক্রিয়া স্থানান্তরিত করার সুপ্রিম নির্দেশের ব্যাখ্যা চেয়ে শীর্ষ আদালতে একটি চিঠি পাঠিয়েছিলেন মণিপুরের রেজিস্ট্রার জেনারেল। সেই চিঠি পাওয়ার পরই এমন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এদিন প্রধান বিচারপতি, বিচারপতি জে বি পর্দিওয়ালা, বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ নির্দেশ দিয়েছে সাক্ষীরা বর্তমানে যেখানে বসবাস করছেন, সেখানে গিয়েই তাঁদের বয়ান নেওয়া হবে। অন্যদিকে, যৌন হেনস্থার মামলার ক্ষেত্রে অভিযুক্তদের চিহ্নিত করাও অত্যন্ত জরুরি বলেও উল্লেখ করেছে শীর্ষ আদালত।

তবে এর আগে মণিপুর হাইকোর্ট জানতে চায়, এই বয়ান গ্রহণের প্রক্রিয়া ভার্চুয়ালি হবে কী না। সেই পরিপ্রক্ষিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, ভার্চুয়ালি নয়, সামনে গিয়ে বয়ান নেওয়া হবে সাক্ষীদের।

 

 

 

 

 

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version