Thursday, January 8, 2026

মাত্র সাত ম্যাচে ৪৪ কার্ড!ইংলিশ প্রিমিয়ার লিগে নয়া রেকর্ড

Date:

Share post:

মাত্র সাত ম্যাচে ৪৪ কার্ড!রেকর্ড গড়লেন রেফারিরা।ইংলিশ প্রিমিয়ার লিগের পঞ্চম ম্যাচের দিনেই এই রেকর্ড তৈরি হল। রেফারিদের বাঁশি যেন থামছিলই না। ফাউলের ছড়াছড়ি ছিল, তাই ছিল কার্ডেরও ছড়াছড়ি। সব মিলিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শুক্রবার সাতটি ম্যাচ ছিল। এই সাত ম্যাচে ৪৪টি হলুদ কার্ড দেখিয়েছেন রেফারিরা।ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে এক দিনে এত কার্ড এর আগে দেখানোর রেকর্ড নেই। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে এক দিনে সর্বোচ্চ ৪৩টি কার্ড দেখিয়েছেন রেফারিরা। সেটিও ২৫ বছর আগের ঘটনা। ইংলিশ প্রিমিয়ার লিগে এক দিনে সর্বশেষ ৪৩টি কার্ড রেফারিরা দেখিয়েছিলেন ১৯৯৮ সালের ২২ অগাস্ট।

শুক্রবার সবচেয়ে বেশি হলুদ কার্ড দেখানো হয়েছে টটেনহাম-শেফিল্ড ইউনাইটেডের ম্যাচে। ম্যাচটিতে রেফারি পিটার বাঙ্কস ১৩টি হলুদ কার্ড দেখিয়েছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের এক ম্যাচে সবচেয়ে বেশি কার্ড দেখানোর রেকর্ড এটাই। টটেনহাম-শেফিল্ডের পর গতকাল দ্বিতীয় সর্বোচ্চ ৮টি হলুদ কার্ড দেখানো হয়েছে অ্যাস্টন ভিলা-ক্রিস্টাল প্যালেস ম্যাচে। দুটি ম্যাচেই শেষ বাঁশি বেজেছে ১০৫ মিনিটে গিয়ে। শেফিল্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও টটেনহাম জিতেছে অতিরিক্ত সময়ের দুই গোলে।

অ্যাস্টন ভিলা-ক্রিস্টাল প্যালেসের ম্যাচটির ছবিও একই। ঘরের মাঠে ৪৭ মিনিটে পিছিয়ে পড়া অ্যাস্টন ভিলা ম্যাচে সমতায় ফেরে ৮৭ মিনিটে। এরপর যোগ করা সময়ের অষ্টম ও একাদশ মিনিটের ২ গোলে তারা মাঠ ছাড়ে ৩-১ ব্যবধানের জয় নিয়ে।

 

 

 

spot_img

Related articles

বিদেশে থাকা ভোটারদের জন্য এসআইআরের শুনানিতে ছাড় ঘোষণা কমিশনের 

শিক্ষা, চিকিৎসা বা সরকারি কাজসহ নানা প্রয়োজনে অস্থায়ীভাবে বিদেশে থাকা ভোটারদের জন্য এসআইআর সংক্রান্ত শুনানি প্রক্রিয়ায় বিশেষ ছাড়...

ভোটের আবহে ইডির সক্রিয়তা! I PAC দফতরে তল্লাশি ঘিরে বিজেপিকে নিশানা অখিলেশের 

ভোটের আগে তৃণমূল কংগ্রেসের সব গোপন নথি হাতাতে আইপ্যাকের দফতরে ইডি হানা। আইপ্যাকের সল্টলেকের দফতরে এবং সংস্থার কর্ণধার...

টোটো নথিভুক্তিকরণে ফের সময় বাড়াল রাজ্য, শেষ তারিখ কবে? 

রাজ্যে চলাচলকারী অনুমোদনহীন ই–রিকশা বা টোটো নথিভুক্তিকরণের সময়সীমা ফের বাড়াল পরিবহণ দফতর। দ্বিতীয় দফায় সময় বাড়িয়ে তা আগামী...

শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় : অভিষেক

কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম যদি হয় অমিত শাহ! বাংলার স্বরাষ্ট্রমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এটা মাথায় রাখবেন। পারবে না ওরা।...