Friday, July 4, 2025

বার্সেলোনায় প্রবল জনপ্রিয়তা মুখ্যমন্ত্রীর, মমতাকে ‘প্রধানমন্ত্রী’ সম্বোধন সঞ্চালকের

Date:

 


কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

বার্সেলোনা: মাদ্রিদের পরে বার্সেলোনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে প্রবল উৎসাহ বাঙালি তথা ভারতীয়দের মধ্যে। মাদ্রিদ থেকে ট্রেনে রবিবার বিকেলেই বার্সেলোনা পৌঁছন মুখ্যমন্ত্রী। আর তাঁর সঙ্গে দেখা করার, কথা বলার জন্য বাঙালিদের মধ্যে রীতিমতো হুড়ো পড়ে যায়। এদিকে তাঁর সম্মানে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী সম্বোধন করেন। তাতে প্রবল সমর্থন জানান উপস্থিত সকলে। প্রমাণ হয় প্রবাসী বাঙালি তথা ভারতীয়দের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা জনপ্রিয়।

 

সংস্কৃতি প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় সে কারণেই বার্সেলোনায় তাঁকে অভ্যর্থনা জানাতে প্রবাসী ভারতীয়দের তরফে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিশ্বভারতীর কে ইউনেস্কো সম্মান দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই গর্বের দিন বার্সেলোনাতেই পালন হচ্ছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

স্পেনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ পট্টনায়েক বলেন, আগে বার্সেলোনায় ভারতীয় সংখ্যা খুব কম ছিল। প্রথমে আসেন সিন্ধ্রিরা। তারপর একে একে তেলুগু, মারাঠি, বাঙালি-সহ ভারতের বিভিন্ন প্রান্তের লোক জড়ো হয়েছে এই বার্সেলোনায়। এ বছর সেখানে মারাঠিরা গণেশ পুজো করছেন। বেশ কয়েক বছর ধরে চলছে দুর্গাপুজো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে অত্যন্ত উৎসাহী বার্সেলোনা। ‘দিদি আসছেন’ শুনেই বার্সেলোনার বাঙালি অ্যাসোসিয়েশনের গ্রুপ আট থেকে বেড়ে একশো হয়েছে। রোজই বাড়ছে সংখ্যা।

আরও পড়ুন- ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হল কবিগুরুর শান্তিনিকেতন, উচ্ছ্বসিত মমতা-অভিষেক

Related articles

গিলের চওড়া ব্যাটে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কোচিতো ইনিংস। আর তাতেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে (Edgebaston) ইতিহাস লিখেছেন...

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...
Exit mobile version