সফল অপা.রেশন! বাড়ি ফিরলেন অভিনেত্রী স্বস্তিকা

0
1

স্বস্তিতে স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। রাখি পূর্ণিমার দিন নিজের অসুস্থতার কথা সোশ্যাল মিডিয়ায় জানান অভিনেত্রী। গত ৩১ অগস্ট ব্লাড টেস্টের জন্য তাঁর বাড়িতে নমুনা সংগ্রহ করতে এসেছিলেন তাঁর এক পরিচিত স্বাস্থ্যকর্মী ফাল্গুনী দা। যিনি অভিনেত্রীকে রাখিও পরান। তাঁর সঙ্গে ছবি দিয়ে স্বস্তিকা জানিয়েছিলেন, আগামী সপ্তাহে তাঁর অস্ত্রোপচার (Operation), আর সেকারণে তাঁকে ব্লাড টেস্ট করাতে হচ্ছে। এবার জানা গেল সফল হয়েছে অপারেশন । বাড়ি ফিরলেন নায়িকা।

টলিউডের অন্যতম অভিনেত্রী স্বস্তিকা এই মুহূর্তে একাধিক সিরিজ আর সিনেমায় কাজ করছেন। তবে টলিউডের থেকে বলি পাড়ায় তাঁর মন বেশি। হিন্দি ছবি ও ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত তিনি। এমনকী বাংলাদেশের ছবিতে চঞ্চল চৌধুরীর বিপরীতে কাজ করবেন বলে জানা যাচ্ছে। আগামী নভেম্বরে বাংলাদেশে উড়ে যাবেন তিনি। তবে এই মুহূর্তে চিকিৎসকের পরামর্শে আপাতত সম্পূর্ণভাবে বিশ্রামেই রয়েছেন অভিনেত্রী। পুরোপুরি ফিট হয়েই আবারও কাজে ফিরবেন স্বস্তিকা। তবে কী কারণে অস্ত্রোপচার সেবিষয়ে স্বস্তিকা নিজে কিছুই জানাননি।