Thursday, August 21, 2025

ক্লাসপিছু সাম্মানিক মাত্র ১০০ টাকা!এমনই বিজ্ঞপ্তি দিল দক্ষিণ দিনাজপুরের তপনের নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজ।এই বিজ্ঞপ্তি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০০ টাকা সাম্মানিকের চুক্তিতে ৬ জন অধ্যাপক নিয়োগ করা হবে। বাংলা, এডুকেশন, দর্শন, রাষ্ট্রবিজ্ঞানের জন্য এই নিয়োগ করা হবে। আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগ শেষ হবে। সপ্তাহে ১৫টির বেশি ক্লাস করানো যাবে না, এটাও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। অর্থাৎ নেট উত্তীর্ণ বা পিএইচডি সম্পন্ন করা একজন প্রার্থী অধ্যাপনা করে মাসে সর্বোচ্চ ছয় হাজার টাকা সাম্মানিক পাবেন। এই বিজ্ঞপ্তি নিয়ে এখনও কলেজ কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
এই বিজ্ঞপ্তি বিষয়ে সুকান্ত মজুমদারের ট্যুইট প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মৃণাল সরকার বলেছেন,এটি কলেজ পরিচালন কমিটির বিষয়। এটি সরকার পোষিত কলেজ নয়, এখানে সরকারের কোনও বিষয় নেই। ছাত্রের সংখ্যার অনুপাতে যেখানে স্থায়ী শিক্ষকের সংখ্যা কম সেখানে অতিথি শিক্ষক নিতে পারে। অতিথি শিক্ষক নেওয়ার ক্ষেত্রে কত টাকা সাম্মানিক দেবে সেটা কলেজ কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেবে। কলেজ কর্তৃপক্ষ যে বিজ্ঞপ্তি দিয়েছে তাতে যদি কারও মনে হয় করার প্রয়োজন আছে তাহলে সে যাবে, যার প্রয়োজন নেই সে যাবে না। প্রাইভেট বি.এড কলেজ ডি.এল.ইড কলেজগুলিতেও বেতন পরিকাঠামো খুবই খারাপ তাও তো সেখানে শিক্ষকতা করছেন অনেকেই। এমনও স্কুল বিদ্যালয় আছে যেখানে বিনামূল্যেও পড়ান অনেকে।

 

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version