Wednesday, November 12, 2025

১৯ ঘণ্টা ধরে তল্লাশি অভিযানের পর মিলল সাফল্য! উদ্ধার কেষ্টপুর খালে তলিয়ে যাওয়া যুবকের দে*হ

Date:

১৯ ঘণ্টা ধরে তল্লাশির পর মিলল কেষ্টপুর খালে তলিয়ে যাওয়া যুবকের মৃতদেহ। শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ কেষ্টপুর খালে পড়ে গিয়েছিলেন বছর পঁয়ত্রিশের এক যুবক। তারপর ডুবুরি নামিয়ে লাগাতার ধরে চলে তল্লাশি। শেষমেশ এনডিআরএফ(NDRF) নেমে তলিয়ে যাওয়া যুবককে উদ্ধার করা হয়। রবিবার বেলা বারোটার আশেপাশে খাল থেকে ওই যুবকের দেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ কেষ্টপুর খালে ঝাঁপ যুবকের? উত্তর খুঁজছে পুলিশ
শনিবার সন্ধ্যায় আচমকাই কেষ্টপুর খালের ধারে লোহার সেতু থেকে জলে পড়ে যান এক যুবক। ঘটনা ঘটার পর থেকে শুরু হয় তল্লাশি। রাতভর ডুবুরি নামিয়ে চলে তল্লাশি অভিযান। তবুও কিনারা করা যায়নি ওই যুবককে। রবিবার ভোরের আলো ফুটতেই ফের শুরু হয় অভিযান। ঘটনাস্থলে উপস্থিত হয় বাগুইআটি থানার পুলিশবাহিনী। জলে ডুবুরি নামিয়ে যুবকের দেহ উদ্ধারের খোঁজ শুরু হয়। রবিবার বেলার দিকে নিখোঁজ যুবকের খোজ মেলে।
পুলিশ সূত্রের খবর, খালে পড়ে যাওয়া ওই যুবকের নাম গৌতম মল্লিক । তিনি অনলাইন ডেলিভারির কাজ করতেন। তবে ওই যুবক আত্মহত্যার উদ্দেশ্যে ঝাঁপ দিয়েছেন নাকি আচমকা পা পিছলে পড়ে যান তা এখনও স্পষ্ট নয়। আত্মহত্যার উদ্দেশ্য থাকতে পারে ওই যুবকের, অনুমান পুলিশের।
পরিবার সূত্রে খবর, দিন কয়েক আগে মদ্যপ অবস্থায় নিজের বাইকটি পাশে রেখেই অন্য একটি বাইক চুরির চেষ্টা করছিলেন গৌতম। পাশাপাশি, নিজের বাইকের বৈধ কাগজপত্রও দেখাতে পারেননি সেই সময়ে। ফলে, বাইকটি আটক করে পুলিশ। তারপর থেকেই মন ভারাক্রান্ত ছিল গৌতমের।সেই কাণেই কী আত্মহত্যা করেন গৌতম? এই উত্তর খুঁজছে পুলিশও।

Related articles

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...
Exit mobile version