Wednesday, August 20, 2025

একা মহিলার বাড়িতে ঢুকে শ্লীলতাহা*নি! ময়নাগুড়ির বিজেপি নেতাকে বে*ধড়ক মার স্থানীয়দের

Date:

একা মহিলাকে বাড়িতে দেখতেই জল খাওয়ার অছিলায় ঘরে ঢুকে পড়েন ময়নাগুড়ির বিজেপি নেতা। এরপরই মহিলাটির শ্লীলতাহানির চেষ্টা করেন ওই নেতা। শেষে মহিলাটি চেঁচামেচি শুরু করলে স্থানীয় যুবকরা সেখানে পৌঁছে মহিলাটিকে অভিযুক্ত বিজেপি নেতার হাত থেকে বাঁচায়। এরপরই মারধর করা হয় ওই বিজেপি নেতাকে।ন্যাক্কারজনক এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ির পেটকাটি এলাকায়। বিজেপি নেতার এই কর্মকাণ্ডে বেশ অস্বস্তিতে গেরুয়া শিবিরও।

আরও পড়ুনঃ পদ্মাপারে সিনেমার শুটিংয়ে গিয়ে চরম হে.নস্থা! কলকাতা ফিরেই বি.স্ফোরক অভিনেত্রী সায়ন্তিকা
জানা গেছে, অভিযুক্ত বিজেপি নেতার নাম বাবু চন্দ।অভিযোগ, রবিবার ভোর রাতে খাওয়ার জল চাওয়ার অছিলায় ‘একা’ এক মহিলার বাড়িতে প্রবেশ করেন ওই বিজেপি নেতা। ওই মহিলার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন বলে বাড়িতে একাই ছিলেন তিনি। এরপরই ওই মহিলার শ্লীলতাহানির চেষ্টা করেন বাবু চন্দ। মহিলার চেঁচামেচিতে জড়ো হয়ে যায় পাড়ার লোকজন। এরপরই মারধর করা হয় ওই বিজেপি নেতাকে। তবে ঘটনা জানাজানি হওয়ার আগেই সোমবার সকালে তড়িঘড়ি চম্পট দেন বাবু চন্দ।
এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানান এলাকার কাউন্সিলর রিম্পা রায়ের কাছে। এই ঘটনায় বিজেপি নেতার বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায়। বাবু চন্দ সহ তাঁর পরিবারকে এলাকা ছাড়া করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন এলাকার কাউন্সিলর। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। আপাতত খোঁজ চলছে ফেরার নেতার। যদিও এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী জানান, এ প্রসঙ্গে তাঁর কিছুই জানা নেই।

Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...
Exit mobile version