Thursday, August 28, 2025

বাংলা বদলে গিয়েছে, লগ্নি করুন: আহ্বান হর্ষ নেওটিয়া থেকে কমল মিত্তালদের

Date:


কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

বার্সেলোনা: মাদ্রিদের পর বার্সেলোনা। মঙ্গলবার শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার শিল্পমুখী পরিবেশ সম্পর্কে বলতে গিয়ে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর ঢালাও প্রশংসা করলেন হর্ষ নেওটিয়া-সহ শিল্পপতিরা। সবার মুখে বদলে যাওয়া বাংলার কথা।

প্রথমেই রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বলেন, সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের দিক থেকে দেশের মধ্যে অন্যতম সেরা বাংলা। এখন রাজ্যের পরিস্থিতি অনেক ইতিবাচক। ২১-২৩ নভেম্বর BGBS-এ আপনাদের উপস্থিত থাকার জন্য আবেদন জানাচ্ছি।

হর্ষ নেওটিয়া বলতে উঠে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। তাঁর কথায়, বাংলায় ব্যাপক অগ্রগতি হয়েছে। শিল্প করার জন্য আমাদের সরকারের ল্যান্ডব্যাঙ্ক রয়েছে। বিদ্যুতের সমস্যা নেই, যেটা কয়েক দশক আগেও ছিল। শ্রমিক সমস্যা একেবারেই নেই। বাংলার মানুষ অত্যন্ত দক্ষ। হর্ষ জানান, নেওটিয়া পরিবার গত ১২০ বছর ধরে বাংলায় থাকে, ব্যবসা করে। গত ১০-১২ ধরে ব্যাপক অগ্রগতি হয়েছে বাংলায়। ব্যবসার সুযোগ তৈরি হয়েছে। উৎপাদন ক্ষেত্রে প্রভূত অগ্রগতি হয়েছে। পরিবারের বড়দিদির মতই কাজ করে চলেছেন দিদি মমতা বন্দ্যোপাধ্যায়।

টিটাগড় ম্যানুফাকচারিং-এর উমেশ চৌধুরী বলেন, ২৫-২৬ বছর ধরে কাজ করছি বাংলায়। রেলের একাধিক ক্ষেত্রে আমাদের অনেক কাজ হয়েছে। বাংলায় একাধিক দেশের সীমান্ত রয়েছে। ফলে ব্যবসায়িক দিক থেকে বাংলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মীদের কোনও সমস্যা নেই। সহযোগিতা চাইলেই সরকারের সাহায্য আপনার দরজায়।

কমল মিত্তাল বলেন, ৩৩ বছর ধরে স্পেনে আমরা রেলওয়ে স্লিপার তৈরি করছি। বাংলায় কারখানা রয়েছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) দেখে আমরা সেখানে শিল্প সম্প্রসারণ এবং নতুন কারখানা স্থাপন করব। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে বাংলায় শ্রমিক সমস্যা ছিল। এখন নেই। ১০-১২ বছরে প্রবল গতিতে এগিয়ে চলছে বাংলা। লগ্নিকারী হিসাবে বলব, সবাই বাংলায় আসুন। রাজ্যে নতুন লগ্নির ঘোষণাও এদিন করেন কমল মিত্তাল।

একই কথা বললেন উমেশ চৌধুরী, তরুণ ঝুনঝুনওয়ালা, রমেশ জুনেজা। সব মিলিয়ে বার্সেলোনার শিল্প সম্মেলনে সকলের মুখে বদলে যাওযা বাংলার কথা। শিল্পবান্ধব নতুন বাংলার কথা।

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version