Friday, November 7, 2025

অগাস্ট মাসের ২৩ তারিখে ইতিহাস তৈরি করেছে ভারত। চাঁদের দক্ষিণ মেরুতে বিক্রম নেমেছে। প্রজ্ঞান ১২ দিন ধরে নানা তথ্য দিয়েছে ইসরোকে। এখন সে আপাতত ঘুমের দেশে। কিন্তু এত সাফল্যের পরেও বিতর্ক পিছু ছাড়েনি। চন্দ্রযান-৩ মহাকাশযানের (Chandrayaan-3) লঞ্চপ্যাড তৈরি করা ইঞ্জিনিয়াররা এক বছরেরও বেশি সময় ধরে বেতন পাননি বলে খবর প্রকাশ্যে এসেছিল। এবার সেই ইঞ্জিনিয়ারদের একজন রাস্তায় দাঁড়িয়ে ইডলি বিক্রি করে ভাইরাল হলেন। জানা গেছে তাঁর নাম দীপক কুমার উপরারিয়া (Deepak Kumar Uprariya)। হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেড (HEC)-তে কর্মরত তিনি।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র চন্দ্রযান-৩ মহাকাশযানের লঞ্চপ্যাড তৈরিতে যুক্ত ছিলেন দীপক । সম্প্রতি ঝাড়খণ্ডের রাঁচির রাস্তায় তাঁকে ঠেলাগাড়িতে ইডলি বিক্রি করতে দেখা গেছে তাঁকে। ধুরওয়া এলাকায় পুরনো বিধানসভা ভবনের ঠিক উল্টোদিকের রাস্তায় ইডলি বিক্রি করছেন তিনি। দীপক জানান, ভারত সরকারের অধীনস্থ HEC দীর্ঘ ১৮ মাস ধরে তাঁর বেতন বাকি রেখেছে। ২০১২ সালে বেসরকারি সংস্থার কাজ ছেড়ে HEC-তে যোগদান করেন। প্রাথমিক ভাবে ৮ হাজার টাকা বেতন পেতেন, পরে তা বেড়ে হয় ২৫ হাজার টাকা। দীর্ঘদিন ধরে বেতন না পেয়ে বাধ্য হয়ে ইডলি বিক্রি করছেন তিনি। যদিও চাকরি ছাড়েননি। ISRO-র জন্য আরও একটি লঞ্চপ্যাড তৈরি করছে HEC,তাতেও দীপক যুক্ত রয়েছেন। কিন্তু চন্দ্রযান-৩ মহাকাশযানের যন্ত্রাংশ তৈরিতে যুক্ত থাকার পরও দীপকের এই পরিস্থিতি কেন, উঠছে প্রশ্ন? তিনি একাই নন, দীর্ঘ ১৮ মাস বেতন পাননি সংস্থার ২৮০০ কর্মী। অথচ সংবাদমাধ্যমের সামনে ফাঁকা বুলি মোদি সরকারের।

Related articles

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু! শেওড়াফুলির যৌনকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু। হুগলির (Hooghli) ডানকুনির পরে এবার শেওড়াফুলি। শেওড়াফুলির (Shaoraphuli) গড়বাগানে যৌনকর্মীর (Sex Worker)...

জন-গণ-মন: রবীন্দ্রনাথকে অপমানের পরিকল্পিত চক্রান্ত! বিজেপি সাংসদের পদত্যাগ দাবি তৃণমূলের

জাতীয় সঙ্গীত নিয়ে রচয়িতা রবীন্দ্রনাথকে পরিকল্পিত অপমানের বিরুদ্ধে গর্জে উঠল বাংলার শাসকদল তৃণমূল। শুক্রবার, তৃণমূল ভবন থেকে সাংবাদিক...

মানব পাচার মামলায় কলকাতায় তল্লাশি অভিযান ইডির

শুক্রবার সকালে মহানগরীতে ইডি (ED raid in Kolkata) অভিযান। দশ বছর আগের পুরনো এক মানব পাচার মামলায় এদিন...

জোর ধাক্কা কেন্দ্রের, ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে হলফনামা তলব হাইকোর্টের

আদালতে জোর ধাক্কা কেন্দ্রের বিজেপি সরকারের। দীর্ঘদিন ধরে বাংলার বকেয়া আটকে রেখে যে প্রতিহিংসামূলক রাজনীতি করে চলেছে মোদি-...
Exit mobile version