Tuesday, August 26, 2025

দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দফতরে বিধ্বং.সী অ.গ্নিকাণ্ড! পুড়ে ছাই বহু নথি

Date:

দুর্গাপুর সিটি সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড। বিশ্বকর্মা পুজোর দিন বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের কবলে পড়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দফতরও।রাতভর বিধ্বংসী আগুনের লেলিহান শিখা নিয়ন্ত্রণে তৎপর দমকল। ঘটনাস্থলে ইতিমধ্যে রয়েছে দমকলের ৩টি ইঞ্জিন। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই উন্নয়ন পর্ষদের গুরুত্বপূর্ণ নথি।

আরও পড়ুনঃভাইস চেয়ারম্যানের প্যানেলে শান্তনু সেন, রাজ্যসভায় ঘোষণা ধনকড়ের

সোমবার মধ্যরাতে এই আগুন লাগার ঘটনা ঘটে। দমকলের ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। আগুনে ভস্মীভূত হয়েছে বহু নথিপত্র, পুড়েছে আসবাবপত্রও। খবর পেয়ে ঘটনাস্থলে যান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ও আধিকারিকরা। যায় দুর্গাপুর সিটি সেন্টার পুলিশও। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। প্রায় ৫ ঘণ্টা ধরে দমকলবাহিনী আগুন নিয়ন্ত্রণ করার কাজ চালায়। দমকলের আধিকারিকরা জানান, এই ভবনে জলের কোনও সোর্স ছিল না। অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। একটা ওয়াটার রিজার্ভারও বিল্ডিংয়ে থাকলে এতটা সমস্যা হতো না বলে মত দমকলের।
এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায় জানান, রাত ২টো ১০ নাগাদ কর্মরত নিরাপত্তারক্ষীরা দফতরের শৌচালয়ের দিক থেকে ধোঁয়া বেরোতে দেখেন।এরপরই শুরু হয় হইচই। এদিকে মুহূর্তে ধোঁয়া আগুনের লেলিহান শিখাত রূপান্তরিত হয়। দুর্গাপুরের দমকল বিভাগে খবর দেওয়া হলে একের পর এক ইঞ্জিন আসতে শুরু করে।
তবে আগুন নিয়ন্ত্রণে না আসায় দমকলের বেশ কিছু ইঞ্জিন পানাগড়, রানিগঞ্জ থেকেও আনা হয়। এমনকি অন্ডাল বিমানবন্দর থেকে আসে দমকলের ইঞ্জিন। মঙ্গলবার সকালে আগুনের তীব্রতা কমেছে। তবে এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে বলছেন না দমকলকর্মীরা।

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version