Friday, November 14, 2025

এমএলএসে টরন্টোর বিপক্ষে মাঠে নামবেন মেসি?ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঘিরে জল্পনা

Date:

লিওনেল মেসি খেলতে শুরু করার পর ইন্টার মায়ামির ভাগ্য কিছুটা হলেও বদলাতে শুরু করেছে। মেসি খেলেছেন, এমন কোনও ম্যাচ এখনও পর্যন্ত হারেনি মেজর লিগ সকারের (এমএলএস) দলটি।এর মধ্যেই মেসি মায়ামিকে এনে দিয়েছেন তাদের প্রথম শিরোপা। লিগস কাপের শিরোপা জেতানোর পর এবার তাঁর চ্যালেঞ্জ মায়ামিকে এমএলএসের প্লে-অফে তোলা।যদিও প্লে-অফ থেকে এমনিতেই অনেক দূরে আছে মায়ামি। এই আবহে মেসির অনুপস্থিতিতে আটলান্টার কাছে সর্বশেষ ম্যাচটি হেরে গেছে তারা। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে যাওয়া মেসি ফ্লোরিডায় ফিরলেও চোটের কারণে খেলতে পারেননি আটলান্টার বিপক্ষে।

কিন্তু চোট কাটিয়ে মঙ্গলবার মায়ামির অনুশীলনে ফিরেছেন মেসি। অনুশীলনে তাঁকে সতেজ আর সাবলীলই মনে হয়েছে। এমএলএসে ইন্টার মায়ামি তাদের পরের ম্যাচটি খেলবে টরন্টো এফসির বিপক্ষে বুধবার ভোর সাড়ে ৫টায়। অনুশীলনে ফিরলেও সেই ম্যাচে কি খেলতে পারবেন মেসি? তা নিয়ে জল্পনা তুঙ্গে।

সোশ্যাল মিডিয়ায় মেসির চোট নিয়ে নানা গুঞ্জন। টরন্টোর বিপক্ষেও তিনি খেলতে পারবেন না বলে মনে করছেন অনেকে। ইন্টার মায়ামির কোচ জেরার্দো মার্তিনোও নিশ্চিত করে কিছু জানান নি।অবশ্য এই পরিস্থিতিতে মেসি নিজেই একটা ইঙ্গিত দিয়েছেন। তাঁর সেই ইঙ্গিত বলছে, টরন্টোর বিপক্ষে মাঠে নামবেন তিনি।কী বলেছেন মেসি?তিনি বলেছেন, ‘বুধবার ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসির ম্যাচ এবং প্লে-অফের দৌড় এখনও বেঁচে আছে।’ আর মেসির এই ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পরেই আশায় বুক বাধছে ভক্তরা।

 

 

 

 

Related articles

দিঘা পলাতক ছাত্ররা উদ্ধার নিউটাউনের হোটেলে! তদন্তে পুলিশ

দিঘা  থেকে পালানো ছাত্ররা উদ্ধার নিউটাউনের হোটেলে। দিঘার (Digha)একটি স্কুলের একাধিক স্কুল ছাত্ররা নিখোঁজ ছিলেন। অবশেষে তাদের খোঁজ...

Over rated-Over hyped! অভিষেকের মন্তব্যই মিলে গেল বিহারে পিকে-র দলের ভরাডুবিতে

নির্বাচনের আগে এত লাফালাফি। নিজেকে প্রায় কিং মেকারের ভূমিকায় রেখে প্রচার চালিয়েছিলেন প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)...

পাশে প্রথম স্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ধর্মেন্দ্রর ভিডিয়ো প্রকাশ্যে, গ্রেফতার হাসপাতাল কর্মী

গত এক সপ্তাহ অভিনেতা ধর্মেন্দ্র-র জন্য উদ্বেগে গোটা দেশ। সোমবার ১১ নভেম্বর হঠাৎ তাঁর অসুস্থ হওয়ার খবরে তোলপাড়...

ওটা বিহারের সমীকরণ, বাংলায় জিতবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন: বিজেপিকে উড়িয়ে জবাব তৃণমূলের

বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election) এখনও পর্যন্ত ফলে ম্যাজিক ফিগার ছাড়িয়ে এগিয়ে গিয়েছে NDA। আর এই ফল...
Exit mobile version