Thursday, November 13, 2025

পিচ নিয়ে বড় সিদ্ধান্ত আইসিসির, বিশ্বকাপে চাপ বাড়ছে রোহিতদের!

Date:

ভারতের ঘরের মাঠে বিশ্বকাপ (ICC World Cup 2023)। কিন্তু কোনও দল যাতে বাড়তি বা বিশেষ সুবিধা না পায় তা নিশ্চিত করতে বদ্ধপরিকর আইসিসি(ICC)। এমনিতেই অক্টোবর- নভেম্বরে ডে নাইট ম্যাচ (Day Night Match) হওয়ার অর্থ শিশির নিয়ে বড় চিন্তা। অতীতেও দেখা গেছে ডিউ ফ্যাক্টর ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। কিন্তু বিশ্বকাপের মতো এত বড় টুর্নামেন্টে যাতে সেরকম কোন সম্ভাবনা না তৈরি হয় তাই আগেভাগেই পিচ নিয়ে বিশেষ নির্দেশ দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

পরে ব্যাট করা দল যাতে বাড়তি সুবিধা না পায়, তার জন্যে পিচ নির্মাতাদের নির্দেশ দেওয়া হয়েছে পিচে যতটা সম্ভব ঘাস রাখার। ভারতের পিচ এমনিতেই স্পিন সহায়ক। কিছু দল যাতে এই কারণে অতিরিক্ত সুবিধা না পায়, তাই ভারসাম্য রাখার জন্যেও এই নির্দেশ বলে মনে করা হচ্ছে। টস যাতে কোনও ভাবেই ম্যাচের ভাগ্য গড়ে দিতে না পারে সেটাই নিশ্চিত করতে চাইছে আইসিসি। বেশি ঘাস থাকলে কোনও দলই খুব বেশি স্পিনারদের উপর নির্ভর করবে না। সেক্ষেত্রে সেয়ানে সেয়ানে টক্কর দেখার সম্ভাবনা তৈরি হবে। ভারত এমনিতেই স্পিনের বিরুদ্ধে স্বচ্ছন্দ্য। পাশাপাশি কুলদীপ, জাডেজা, অক্ষর, অশ্বিনরা শিশিরকে কাজে লাগিয়ে ফায়দা তুলবেন বলে মনে করেছিলেন সমর্থকরা। কিন্তু এই সিদ্ধান্তে রণকৌশল বদলাতে হবে টিম ইন্ডিয়াকে (Indian Cricket Team)।

আরও একটি বিষয়ে নজর দেওয়া হয়েছে। ভারতে সব মাঠ সমান নয়। কোথাও আউটফিল্ড ছোট , কোথাও আবার বাউন্ডারি মারতে বেশ বেগ পেতে হয়। ব্যাটে-বলে ভারসাম্য রাখতেই সত্তর মিটারের মাপকাঠি নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ পিচ থেকে বাউন্ডারির দূরত্ব কমপক্ষে ৭০ মিটার হতেই হবে।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version