Monday, November 3, 2025

সমর্থন বিরোধীদেরও, লোকসভায় পাশ মহিলা সংরক্ষণ বিল

Date:

বিরোধীদের সমর্থনে লোকসভায় পাশ হয়ে গেল মহিলা সংরক্ষণ বিল (নারীশক্তি বন্ধন অধিনিয়ম বা মহিলা সংরক্ষণ বিল) ফলে লোকসভা ও বিধানসভাগুলিতে মহিলাদের ৩৩ শতাংশ আসন সংরক্ষণের পথে দেশ একধাপ এগিয়ে গেল। আগামিকাল বৃহস্পতিবার রাজ্যসভায় বিলটি পেশ করা হবে। রাজ্যসভায় তৃণমূলের বক্তা দোলা সেন, মৌসম বেনজির নুর এবং রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন।

বুধবার লোকসভায় বিলটির আলোচনায় প্রথম বক্তব্য রাখেন সোনিয়া গান্ধী এবং শেষ বক্তা রাহুল গান্ধী। তাঁদের বক্তব্যের সময় ব্যাপক হট্টগোল করতে থাকে ট্রেজারি বেঞ্চ। এদিনের আলোচনায় জাতিগত জনগণনার দাবি তোলেন রাহুল -সোনিয়া। দীর্ঘ আলোচনার পর বিলটি নিয়ে ভোটাভুটি হলে বিলের পক্ষে ভোট পড়ে ৪৫৪টি এবং বিরুদ্ধে ২টি।

বিলটিকে সমর্থন জানিয়ে জাতিগত জনগণনার দাবি তোলেন রাহুল গান্ধী। তিনি বলেন, ভারত সরকারের ৯০ জন সচিব রয়েছেন। তাঁদের মধ্যে মাত্র ৩ জন ওবিসি সম্প্রদায়ের। রাহুল গান্ধী বলেন, “একমাত্র জাতিগত জনগণনা হলেই দেশে ওবিসি, দলিত এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষের সংখ্যা জানা যাবে। সরকারকে আমার প্রস্তাব, মহিলা সংরক্ষণ বিল পাস করানো হোক, যত দ্রুত সম্ভব জাতিগত জনগণনা করা হোক। যদি আপনারা না করেন, তাহলে আমরা করে দেব।”

এদিন সকাল ১১টা থেকে লোকসভায় আজ বিলটির বিষয়ে আলোচনা শুরু হয়। আলোচনা চলতে চলতে সংসদের কার্যক্রমের নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছিল। তবে, ঠিক হয় ভোটাভুটি না হওয়া পর্যন্ত অধিবেশন চলবে।

আরও পড়ুন- স্পেনে বসেই সুরুচি সংঘের থিম সং লিখলেন মুখ্যমন্ত্রী, শুনলেন প্রাথমিক রেকর্ডিং

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version