Thursday, August 28, 2025

আবর্জনা কোথায় ফেলব? এই নিয়ে শুরু বাকবিতণ্ডা। তর্কাতর্কি এতটাই ঝাঁঝালো হয়ে ওঠে যে রাগের বশে গুলি চালান ফ্ল্যাটের এক বাসিন্দা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে কসবার বৈকুণ্ঠপুরের একটি ফ্ল্যাটে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ।কী ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।ফ্ল্যাটের বাইরে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।

আরও পড়ুনঃ ফের রাজ্যে ডে.ঙ্গিতে বলি ২ আক্রান্তের
স্থানীয় সূত্রের খবর, সেখানকার একটি ফ্ল্যাটের বাসিন্দা আবর্জনা ফেলা নিয়ে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুরু হয়। স্থানীয়দের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ফ্ল্যাটের ওই বাসিন্দা। নোংরা ফেলার প্রতিবাদে রাগের বশে বন্দুক থেকে গুলি চালাতে শুরু করেন তিনি।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার ওপর নিয়মিত নোংরা ফেলেন ফ্ল্যাটের ওই বাসিন্দা। তা নিয়ে প্রতিবাদ করলে স্থানীয় ক্লাবের সদস্যদের লক্ষ্য করে পর পর দু’বার গুলি চালান তিনি। যদিও গুলির আঘাতে কেউ জখম হননি বলেই খবর। এই ঘটনার পর পরই খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অভিযুক্তকে আটক করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুধবার সকাল পর্যন্ত ওই ফ্ল্যাটটি পুলিশি ঘেরাটোপের মধ্যে ছিল বলে জানিয়েছেন স্থানীয়েরা। বাসিন্দার কাছে বন্দুক কী ভাবে এল, বন্দুকের উপযুক্ত লাইসেন্স রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
ফ্ল্যাটের ওই বাসিন্দাকে নিয়ে স্থানীয়দের অভিযোগ, তাঁর গাড়িতে ‘প্রেস’ এবং ‘পুলিশ’-এর স্টিকার রয়েছে। তাঁর আসল পরিচয় নিয়েও সন্দেহপ্রকাশ করেছেন স্থানীয়েরা। স্থানীয় এক বাসিন্দার কথায়, ‘‘গ্যারাজে গাড়ি রাখা থাকে ওঁর। তখন দেখেছি গাড়িতে পুলিশেরও স্টিকার রয়েছে। প্রেসেরও স্টিকার লাগানো রয়েছে।’’

Related articles

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...
Exit mobile version