Sunday, August 24, 2025

প্লাস্টিক মুক্ত পরিবেশ গঠনে জোর! থিম পুজোয় নতুন পথ দেখাচ্ছে সুরুচি সংঘ

Date:

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। মাস ঘুরলেই দুর্গোৎসবে (Durga Puja) মেতে উঠবে বাঙালি। ইতিমধ্যে শহরের একাধিক জায়গায় জোরকদমে চলছে প্রস্তুতি। চলতি বছরে মাতৃ আরাধনায় ৭০ তম বর্ষে পা দিল সুরুচি সংঘ (Suruchi Sangha)। বুধবার সুরুচি সংঘের সাধারণ সম্পাদক স্বরূপ বিশ্বাস (Swarup Biswas) থিমের ক্যাচ লাইন প্রকাশ করেলন। চলতি বছরে তাদের থিমের মূল আকর্ষণ ‘মা তোর একই অঙ্গে এত রূপ’। রাজ্যের মন্ত্রী তথা ক্লাবের কর্ণধার অরূপ বিশ্বাসের মস্তিষ্কপ্রসূত এই ভাবনায় সুরুচি সংঘের পুজোর মাধ্যমে প্লাস্টিক মুক্ত পরিবেশের (Plastic Free Environment) বার্তা দেওয়া হয়েছে।

বুধবার সুরুচি সংঘের সাধারণ সম্পাদক স্বরূপ বিশ্বাস সাংবাদিক বৈঠক করে জানান, চলতি বছর প্লাস্টিকের হোর্ডিং, ব্যানার বাদ দিয়ে শুধুমাত্র কাপড়ের হোর্ডিং ও ব্যানার দিয়ে সুরুচি সংঘের পুজোর প্রচার করা হবে। মণ্ডপশিল্পী গৌরাঙ্গ কুইলা বলেন, ‘প্লাস্টিকের ব্যানারের থেকে কাপড়ের ব্যানারে দাম বেশি হলেও ১০০ টি ব্যানারের বদলে যদি ৭০ টি ব্যানার ব্যানার লাগানো হয় তাহলে সেই দামের ফারাক অনেকটাই কমানো যাবে। কিন্তু পরিবেশ নিয়ে যদি এখনও আমরা চিন্তাভাবনা না করি সেক্ষেত্রে মানব সভ্যতার শিক্ষা সবই মিথ্যা হয়ে যাবে।

শুধু চলতি বছরই নয়, প্রতিবছরই দর্শকদের সুরুচি সংঘ থিমে দর্শনার্থীদের নজর কেঁড়ে নেয়। এবছরও তার অন্যথা হবে না বলেই মত সুরুচি সংঘের সাধারণ সম্পাদক স্বরূপ বিশ্বাসের। তিনি আরও জানান, ‘ভিড়ের নিরিখেও চলতি বছর রেকর্ড গড়বে সুরুচি সংঘ। তবে এখনই থিম নিয়ে কিছু বলতে নারাজ সুরুচি সংঘের সাধারণ সম্পাদক। কিন্তু দর্শকদের জন্য যে চমক থাকছেই তার আভাস দিলেন স্বরূপ।

 

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version