Sunday, November 9, 2025

পানীয় জলের (Drinking Water) রঙ নিয়ে চাঞ্চল্য ছড়াল এলাকায়। কালনা (Kalna) পুর এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের ঘটনা। জানা গিয়েছে, পানীয় জলের কল থেকে বের হচ্ছে নীল রঙের জল (Blue Water)। আর তা দেখেই বেজায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। কালনা পুর এলাকার ১৫ নং ওয়ার্ডে থাকা দুটি বাড়ির টাইমকলে এমনই এক ঘটনায় হতবাক বাড়ির সদস্যরা। বৃহস্পতিবার ঘটনার কথা জানাজানি হতেই পুরকর্মীরা ওই দুই বাড়িতে গিয়ে জলের নমুনা সংগ্রহ করেন। পরে সেই জলের নমুনা সংগ্রহ করে বর্ধমানের (Burdwan) পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

তবে এদিন ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পুরসভার ভাইস চেয়ারম্যান তপন পোড়েল জানান, “এই ঘটনার সঙ্গে শহরের অন্যান্য ক্ষেত্রে পানীয় জলের কোনও সম্পর্ক নেই। শহরের অন্যান্য জায়গার পানীয় জল ব্যবহার পুরোপুরি নিরাপদ।”

 

অন্যদিকে, কালনা শহরের ১৫ নং ওয়ার্ডের ভাটারপুকুর এলাকায় মহাদেব হালদার ও নীলরতন দাসের পরিবারের সদস্যদের দাবি, তাঁদের বাড়িতে থাকা টাইমকলে জল আসার সময় ও যাওয়ার সময় নীল রঙের জল বের হচ্ছে। এরপরেই তারা বিষয়টি পুরসভার নজরে আনেন। এরপরই তৎপরতার সঙ্গে ওই এলাকায় পুরসভার পক্ষ থেকে পানীয় জলের দায়িত্বে থাকা কর্মীদের পাঠানো হয়। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে জলের নমুনা সংগ্রহ করেন। মহাদেব হালদারের অভিযোগ, চারদিন আগে টাইমকল থেকে নীল জল পড়তে শুরু করে। জল আসার সময় ও যাওয়ার সময় নীল জল পড়ছে। পুরসভাকে বিষয়টি জানানো হয়েছে।

 

 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version