Wednesday, May 14, 2025

বাংলার প্রাপ্য আদায়ে তৃণমূলের কর্মসূচির কোনও পরিবর্তন হবে না: সাফ জানালেন অভিষেক

Date:

নবনীতা মণ্ডল, নয়াদিল্লি

বাংলার প্রাপ্য আদায়ে তৃণমূলের কর্মসূচির কোনও পরিবর্তন হবে না। সংসদের বিশেষ অধিবেশনে যোগ দিতে দিল্লি (Delhi) গিয়ে একথা সাফ জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি জানান, ২ অক্টোবর রাজঘাটে শ্রদ্ধা জানাতে যাবেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে থাকবেন ১৫ জন সাংসদ।

১০০ দিনের কাজের মজুরি বকেয়া-সহ মনরেগা প্রকল্পের আওতাভুক্ত একাধিক ক্ষেত্রে কেন্দ্রের কাছে বিপুল বকেয়া বাংলার। এই দাবি আদায়ে দিল্লিতে ধর্না কর্মসূচির ডাক দেয় তৃণমূল। বাংলার শাসকদলের পক্ষ থেকে দিল্লির রামলীলা ময়দানে ধর্নার জন্য অনুমতি চাওয়া হয়েছিল ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত কিন্তু দিল্লি পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত লিখিত কোনও জবাব দেয়নি তৃণমূলকে। এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, ২৩ সেপ্টেম্বর পর্যন্ত তিনি অপেক্ষা করবেন। তারপর পরবর্তী পদক্ষেপ নেবেন।

হঠাৎ করে দিল্লি পুলিশের পক্ষ থেকে ৩ অক্টোবর যন্তর মন্তরে বসার জন্য অনুমতি দেওয়া হয়। সেই নির্দেশ মানতে নারাজ তৃণমূল। তাদের মতে, যন্তর মন্তরে জায়গা খুব কম। সেখানে তারা কোনও মতেই বসবে না। তৃণমূল সূত্রে খবর, ওইদিন সকাল ১০ টা থেকে দিল্লির কৃষিভবনে তৃণমূলের ধর্না দেবে তারা। ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী, বিধায়ক, সাংসদ, জেলা পরিষদের সভাপতি থেকে কাউন্সিলর সবার কাছেই নির্দেশ গিয়েছে ১ অক্টোবরের মধ্যে রাজধানীতে উপস্থিত থাকার জন্য।

১০০ দিনের প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্র- এই অভিযোগ করে বহুবার নানা মঞ্চ থেকে মোদি সরকারকে আক্রমণ করেন মমতা বন্দ্য়োপাধ্যায়। প্রধানমন্ত্রীকে এই ইস্যুতে চিঠিও লেখেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের কাছে বকেয়া টাকার দাবিতে কলকাতায় ধর্নাতেও বসেছিলেন তিনি। ২১ জুলাই দলের শহিদ দিবসের সভা থেকেই তৃণমূল ঘোষণা করেন, ২ অক্টোবর, গান্ধী জয়ন্তীতে দিল্লিতে এই ইস্যুতে তৃণমূলের বড় আন্দোলন শুরু হবে।

 

 

 

 

Related articles

তিস্তা তোর্ষা এক্সপ্রেসের শৌচাগারেই সন্তান প্রসব বিহারের তরুণীর!

গুয়াহাটি থেকে ট্রেনে বিহারে বাড়ি ফেরার পথে প্রসব বেদনা। বুধবার নিউ আলিপুরদুয়ার (New Alipurduwar) স্টেশনে দাঁড়িয়ে থাকা তিস্তা...

গুরুতর আহত তৃণমূল বিধায়ক তাপস সাহা! আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে 

বাড়িতে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হলেন তেহট্টর তৃণমূল বিধায়ক তাপস সাহা। সূত্রের খবর অনুযায়ী, বুধবার সকাল আটটা নাগাদ...

এবারের আইপিএলে প্রথম বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর দিল্লিতে

অবশেষে আইপিএলে(IPL) বাংলাদেশের ক্রিকেটার। পরিবর্তিত সূচী অনুযায়ী আইপিএল শুরু হওয়ার আগেই দিল্লি ক্যাপিটালস(Delhi Capitals) শিবিরে বাংলাদেশী পেসার মুস্তাফিজুর...

সাতদিন আগে মৃত বাঘিনী বার্ড-ফ্লু আক্রান্ত! বন্ধ একের পর এক চিড়িয়াখানা

সাতদিন ধরে একের পর এক পশুর মৃত্যু উত্তরপ্রদেশের গোরখপুর চিড়িয়াখানায়। সাতদিন পরে প্রথম মৃত্যুতে রিপোর্ট প্রকাশ্যে আসে। তাতে...
Exit mobile version