Tuesday, August 26, 2025

জনসংযোগের মরিয়া চেষ্টা! কুলির পোশাক গায়ে চড়িয়ে মাথায় ‘বোঝা’ তুললেন রাহুল

Date:

ভারতজোড়ো যাত্রায় তাঁর এক মুখ দাড়ি। কন্যাকুমারিকা থেকে কাশ্মীর- বিভিন্ন রূপে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে (Rahul Gandhi) দেখেছেন নেটিজেনরা। তারপর লাদাখ। বাইকে পারফেক্ট বাইকার। এবার কুলি অবতারে সোনিয়া-পুত্র। বৃহস্পতিবার সকালে দিল্লির (Delhi) আনন্দ বিহার রেলস্টেশনে পৌঁছে আচমকা কুলিদের লাল জামা গায়ে চাপান কংগ্রেস নেতা। এখানেই শেষ নয়, মাথায় নীল সুটকেস তুলে নেন রাহুল। তবে, শুধুমাত্র ফোটো সেশানেই থেমে থাকেননি তিনি। কথা বলেন স্টেশন চত্বরে থাকা কুলিদের সঙ্গে। তাঁদের সমস্যার সমাধানের আশ্বাসও দেন।

রাহুল গান্ধীর ছবি পোস্ট করে কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়, “দিল্লির আনন্দ বিহার স্টেশনে কুলিদের সঙ্গে দেখা করেন জননেতা রাহুল (Rahul Gandhi)। কুলি ও মালবাহকদের কথা বলেন। তাঁদের সমস্যার কথা শোনেন।” কংগ্রেসের দাবি, রাহুলের ভারত জোড়ো যাত্রা এখনও চলছে।

জননেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন সোনিয়া-পুত্র। সমাজের সব শ্রেণির মানুষের সঙ্গে মিশে “আমি তোমাদেরই লোক” প্রমাণের চেষ্টা চালাচ্ছেন কংগ্রেস সাংসদ। এর আগে গ্যারাজে গিয়ে সেই রকম পোশাক করে মেকানিক হিসেবে দেখা গিয়েছিল রাহুলকে। কখনও আবার ট্রাকচালকদের সঙ্গে কথা বলতে উঠে পড়েন ট্রাকে। কৃষকদের সঙ্গে কথা বলে প্যান্ট গুটিয়ে নেমে পড়েন চাষের জমিতে। চালান ট্র্যাক্টরও। এবার নয়া অবতার কুলি। তবে, কী লোকসভা নির্বাচনে তাঁকেই মুখ করে এগোনোর প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস! যদিও ইন্ডিয়া জোটের বৈঠকে সেরকম কোনও বার্তা এখনও আসেননি খাড়গে অ্যান্ড কোম্পানির পক্ষ থেকে। এদিকে বিজেপির কটাক্ষ, এসব করেও মোদির জয়প্রিয়তায় আঁচড় কাটতে পারছেন না রাহুল গান্ধী।

 

 

 

Related articles

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...

বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা দেওয়ার নির্দেশ জেলাশাসকদের

বন্যায়(Flood) যে সমস্ত বাড়ি ভেসে যাচ্ছে তার তালিকা তৈরি করে মুখ্যসচিবের(Chief Secratory) কাছে দেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দিলেন...

১৯ হাজার কোটি ব্যয়ে ৯১ কোটি শ্রম দিবস

কেন্দ্র বঞ্চনা করে। বাংলা করে উন্নয়ন। একশো দিনের কাজে বাংলার বকেয়া দেয়নি কেন্দ্র। তারপরই কেন্দ্রের তোয়াক্কা না করে...
Exit mobile version