বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের (Jaynagar )গোচারণের কাছে দুর্ঘটনার কবলে পড়ল বিধানসভার স্পিকার (Assembly Speaker) বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) কনভয়। একটি পুলিশের পাইলট গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে বলে জানা যাচ্ছে। গাড়ির চালক জখম হয়েছেন।
কুলতলিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়। বৃষ্টির মধ্যে কনভয়ের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দেওয়ালে ধাক্কা মারে। তাতে চোট পান ওই গাড়ির চালক। তাঁকে তড়িঘড়ি পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আঘাত খুব একটা গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর। অক্ষত আছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।