Friday, August 22, 2025

বো.রখা-সহ সমস্ত মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা! সুইজারল্যান্ডের পার্লামেন্টে পাশ ‘বিতর্কিত’ বিল

Date:

বোরখা (Burqa)-সহ সমস্ত মুখঢাকা পোশাকে এবার নিষেধাজ্ঞা জারি করল সুইজারল্যান্ড (Switzerland)। আর তা ঠিকমতো মানা না হলে জরিমানারও (Fine) নির্দেশ দেওয়া হয়েছে। আর সুইজারল্যান্ডের পার্লামেন্টের এমন ফতোয়ার বিরুদ্ধে ক্ষেপে লাল মুসলিম সংগঠনগুলি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার বোরখা-সহ সমস্ত মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা জারি করে একটি বিল পাশ করেছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট। তবে তার আগেই সংসদের উচ্চকক্ষে গ্রিন সিগন্যাল পেয়েছিল বিতর্কিত এই বিলটি। বুধবার তা আইনে পরিণত হয়। আর যা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক।

তবে নতুন এই আইন অনুসারে এবার থেকে বোরখার পাশাপাশি সমস্ত মুখঢাকা পোশাক পরা আইনত নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। আর তা না মানা হলে দোষীদের ১ হাজার সুইস ফ্রাঙ্ক বা প্রায় ১ হাজার ১০০ মার্কিন ডলারের জরিমানা দেওয়ার কথা জানানো হয়েছে। তবে বিতর্কিত বিল নিয়ে চরম আপত্তি দেখিয়েছে মধ্যপন্থী ও বাম দলগুলোর। তবে সুইজারল্যান্ডের দক্ষিণপন্থী দল ‘সুইস পিপলস পার্টি’র দাপটে পার্লামেন্টে বিলটি অনায়াসেই পাশ হয়ে যায়।

২০২১ সালে মুখঢাকা পোশাক নিষিদ্ধ করার প্রশ্নে সুইজারল্যান্ডে গণভোটাভুটি হয়। ভোটাভুটিতে নিষেধাজ্ঞার পক্ষেই মত দেন অধিকাংশ ভোটার। তবে গণভোটে দেখা যায় এই বিষয়ে ফারাক ছিল অত্যন্ত সামান্য। ইতিমধ্যেই এই ধরনের পোশাককে নিষিদ্ধ করা হয়েছে ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়ামের মতো ইউরোপের অনেক দেশেই। আসলে গত কয়েক বছর ধরে বাড়তে থাকা জঙ্গি হামলার কারণে এই ধরনের পোশাকের বিরুদ্ধে সরব হয়েছে অনেক দেশই। তাদের মধ্যে সুইজারল্যান্ডও ছিল। অবশেষে সেখানে নিষিদ্ধ হল বোরখা, হিজাবের মতো পোশাক।

 

 

 

 

Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...
Exit mobile version