Sunday, August 24, 2025

দলীয় কোন্দল চরমে, রাজস্থানে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রায় অনুপস্থিত বসুন্ধরা রাজে 

Date:

রাজস্থান(Rajsthan) বিজেপিতে(BJP) গোষ্ঠীদ্বন্দ্ব এবার চরম আকার নিল। বিধানসভা নির্বাচনকে(Assembly Election) মাথায় রেখে রাজ্যে পরিবর্তন সংকল্প যাত্রা শুরু করেছে বিজেপি। সেই যাত্রায় অনুপস্থিত থাকলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে(Basundhara Raje)। এই ঘটনায় স্বভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও গেরুয়া শিবিরের তরফে সাফাই দেওয়া হয়েছে ব্যক্তিগত কাজে দিল্লি যাওয়ার জন্য সংকল্প যাত্রায় উপস্থিত থাকেননি তিনি। যদিও এই অজুহাত ধোপে টিকছে না।

বিধানসভা নির্বাচনের লক্ষ্যে রাজস্থানে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা এখন শেষ পর্বে। চলতি সপ্তাহে সংকল্প যাত্রা ছিল বসুন্ধরা রাজের নিজ কেন্দ্র ঝালাওয়ারে। যে সংসদীয় কেন্দ্রটি তিনি গত ৩৩ বছর ধরে সাংসদ এবং বিধায়ক হিসাবে প্রতিনিধিত্ব করেছেন। সেখানেই বিজেপির এই যাত্রায় বসুন্ধরার অনুপস্থিতি স্বভাবিকভাবেই চিন্তা বাড়াচ্ছে। তবে এই যাত্রায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির পুত্র দুষ্যন্ত সিং-এর সাথে ঝালাওয়ারে ছিলেন। বৃহস্পতিবারও একই দৃশ্য আবার দেখা যায় কোটায়। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কোটার পরিবর্তন যাত্রায় ছিলেন, কিন্তু রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অনুপস্থিত ছিলেন সেখানে। বিজেপির তরফে অবশ্য সাফাই দেওয়া হয়েছে ব্যক্তিগত কাজে দিল্লি যাওয়ার জন্য সংকল্প যাত্রায় উপস্থিত থাকেননি।

যদিও রাজনৈতিক মহলের দাবি, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মনোমালিন্যের পাশাপাশি রাজস্থানে আড়াআড়ি ভাগ হয়েছে বিজেপি। বসুন্ধরা ঘনিষ্ঠ বিজেপি নেতাদের রীতিমতো কোণঠাসা করে রাখার চেষ্টা চলছে মরুরাজ্যে। বর্তমান কংগ্রেস নেতা সচিন পাইলটকে প্রসঙ্গে শীর্ষ নেতৃত্বের অবস্থা নিয়ে দিল্লির সঙ্গে মতবিরোধ ছিল বসুন্ধরার। প্রাক্তন মুখ্যমন্ত্রী চান না সচিনকে বিজেপিতে নিক দল। তবে সচিন কংগ্রেসে থাকলেও এই ইস্যুতে শীর্ষ নেতৃত্বের সঙ্গে মনোমালিন্যের সূত্রপাত বসুন্ধরার। এরপর থেকেই রাজস্থানে কোণঠাসা করা হচ্ছে রাজেকে। সম্প্রতি দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে বসুন্ধরা ঘনিষ্ঠ বিধায়ক কৈলাস মেঘওয়ালকে। যিনি কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ আনেন। এদিকে বসুন্ধরার অনুপস্থিতিতে সংকল্প যাত্রার শেষ পর্বে দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ, উদ্দীপনার অভাব যেভাবে সবার নজরে এসেছে তাতে এটা পরিষ্কার যে রাজস্থান বিজেপিতে সবকিছু ঠিকঠাক চলছে না।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version