Sunday, November 9, 2025

আগামিকাল আইএসএল-এর অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান, প্রথম ম‍্যাচে প্রতিপক্ষ পাঞ্জাব

Date:

আগামিকাল ২০২৩-২৪ আইএসএল-এর অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট। প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। গতবারের আইএসএল চ‍্যাম্পিয়ন সবুজ-মেরুন। ২০২৩ ডুরান্ড জয় দিয়ে এই মরশুম শুরু করেছে মোহনবাগান। তবে এইসব নিয়ে ভাবতে নারাজ বাগান কোচ জুয়ান ফেরান্দো। বরং আগামিকালের ম‍্যাচ নিয়ে ফোকাসড তিনি।

এদিন এই নিয়ে জুয়ান বলেন,”আমি ডুরান্ড কাপ নিয়ে আর ভাবছি না। সবাই জানে আমরা কলকাতা লিগ, প্রাক মরশুম, এএফসি কাপ কোয়ালিফায়ার খেলেছি। আমরা প্রতিদিন উন্নতি করেছি। আমরা খুশি ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তবে আমরা কলকাতা লিগ এবং আইএসএল এর ম্যাচ নিয়ে ভাবছি। পাঞ্জাব এফসি কঠিন প্রতিপক্ষ। ডুরান্ড কাপের পাঞ্জাব এফসি এবং বর্তমান দলের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমাদের আশিককে সমর্থন করতে হবে।আমি হতাশ কারণ আশিকের উপর আমি অনেক ভরসা করতাম।”

এর সঙ্গে জুয়ান আরও বলেন,”আমি ক্লাবের সাফল্যের পাশাপাশি ফুটবলারদের উন্নতিও দেখতে চাই। আমার পরিকল্পনা হল ম্যাচ জেতা। এবং ম্যাচ জিততে হলে আক্রমণ করতেই হবে ম্যাচে। আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ফুটবলারদের চোট-আঘাত। সেই বিষয় মাথায় রেখেই ম্যাচ খেলতে হবে। আমি আশা করি ম্যাচ বাই ম্যাচ আমরা আরও উন্নতি করব।”

এদিকে সবুজ-মেরুন তারকা উইঙ্গার লিস্টন কোলাসো জানিয়েছেন খেতাব ধরে রাখতে বদ্ধপরিকর মোহনবাগান। তবে শুধু আইএসএল নয়, এএফসি কাপও তাদের পাখির চোখ, সে কথাও বলতে ভুললেন না তিনি। এই নিয়ে কোলাসো বলেন,”সব ট্রফিই আমার জন্য গুরুত্বপূর্ণ। আমাদের এখন লক্ষ্য এএফসি কাপের গ্রুপ পর্যায় জেতা। এরপর আইএসএল চ্যাম্পিয়নশিপ জয় ও সবশেষে আইএসএল নক আউট কাপ জয়। ট্রফি জেতা সবসময়ই গুরুত্বপূর্ণ। এই মরশুমেও আমরা ট্রফি জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব। আমরা আগের মরশুমে আইএসএল জিতেছি৷ আমরা নিজেদের সেরাটা দেব যাতে এই বছরও আইএসএল জিতি।”

এদিকে আগামিকাল রাত ৮টা শুরু হবে ম্যাচ। ম‍্যাচ শেষে বাড়ি ফিরতে যাতে সমর্থকদের অসুবিধা না হয়, তার জন‍্য এবার এগিয়ে গেল মোহনবাগান। রাজ‍্যের পরিববহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে চিঠি দিয়েছে সবুজ-মেরুন। চিঠিতে আবেদন করা হয়েছে যে, ম্যাচ শেষ হওয়ার পর, সমর্থকরা যেন যুবভারতী থেকে বিভিন্ন জায়গায় বাসে করে যেতে পারেন। যাতে অতিরিক্ত বাস দেওয়া হয়। মোহনবাগান আবেদনে বলেছে উল্টোডাঙ্গা থেকে সল্টলেক স্টেডিয়াম রুটে চারটি বাস, সায়েন্স সিটি-সল্টলেক স্টেডিয়াম রুটে দু’টি বাস, শিয়ালদহ থেকে সল্টলেক স্টেডিয়াম রুটে দু’টি বাস এবং ধর্মতলা থেকে সল্টলেক স্টেডিয়াম রুটে ২টি বাস বিশেষ বাসের ব‍্যবস্থা করতে। এর পাশাপাশি ক্লাবের স্পোর্টস ডিরেক্টর বিনয় চোপড়া চিঠি দিয়েছেন মেট্রো কর্তৃপক্ষকেও। চিঠিতে তিনটি বিশেষ ট্রেন চালানোর আবেদন করা হয়েছে।

আরও পড়ুন:জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শুরু ভারতের, অজিদের হারাল ৫ উইকেটে

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version