Sunday, August 24, 2025

বিশ্বকাপের আগে ভিসা সমস্যায় পাকিস্তান, প্রস্তুতিতে ধাক্কা বাবরদের

Date:

অক্টোবরে ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ৫ অক্টোবর থেকে শুরু মেগা এই টুর্নামেন্ট। তবে তার আগে ভিসা সমস্যায় পাকিস্তান ক্রিকেট দল। বিশ্বকাপের সব দল প্রস্তুতি ম‍্যাচ খেলবে। প্রস্তুতি ম্যাচ শুরু হতে এক সপ্তাহ বাকি নেই। তবে তার আগেই সমস্যায় পড়ল পাকিস্তান। এখনও ভিসা পাননি বাবর আজমরা। এর ফলে বিশ্বকাপের আগে দুবাই গিয়ে দলের বিশেষ প্রস্তুতির পরিকল্পনা বাতিল করতে হয়েছে পাকিস্তানকে। বিশ্বকাপে অংশগ্রহণকারী সকল দেশগুলোর মধ্যে একমাত্র বাবর আজমের দলই এখনও ভিসা পায়নি। এছাড়া সব দেশ পেয়ে গিয়েছে। এর ফলে পাকিস্তান দলের প্রস্তুতির পরিকল্পনাতেও দেখা দিয়েছে সমস্যা।

জানা যাচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট দল ভারতের হায়দরাবাদে আসার আগে প্রাক বিশ্বকাপ প্রস্তুতির জন্য দুবাই যাওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু এখনও পর্যন্ত ভারতে আসার ভিসা পায়নি তাই এই পরিকল্পনা ভেস্তে যায়। বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা পাকিস্তানের। প্রথম প্রস্তুতি ম্যাচ ২৯ সেপ্টেম্বর। দ্বিতীয় প্রস্তুতি ম‍্যাচ ৩ অক্টোবর। ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ রয়েছে পাকিস্তানের। তার আগে বেশ কয়েকদিন দুবাইতে থাকার কথা ছিল পাকিস্তান দলের। কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী, ভিসা সমস্যা মিটলে আগামী সপ্তাহে সরাসরি ভারতে চলে আসবে পাকিস্তান।

পাকিস্তানের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচ হবে ৩ অক্টোবর। বিশ্বকাপে পাকিস্তানের অভিযান শুরু ৬ অক্টোবর। প্রথম ম্যাচে বাবরদের সামনে নেদারল্যান্ডস। সেই ম্যাচ হায়দরাবাদে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version