Saturday, August 23, 2025

তামিলনাড়ুকে বেশি জল দেওয়ার প্রতি.বাদে এবার বেঙ্গালুরু বনধের ডাক!

Date:

কাবেরী নদীর জলবণ্টনকে (Cauvery Water Management) কেন্দ্র করে সমস্যা যেন মিটতেই চাইছে না। এবার সরাসরি বনধের ঘোষণা। কর্নাটকে (Karnataka) আর তামিলনাড়ুর (Tamil Nadu) মধ্যে এই জলবণ্টন নিয়ে সমস্যা নতুন নয়। কাবেরী নদীর জল ছাড়া নিয়ে শীর্ষ আদালতেও যায় তামিলনাড়ু সরকার। সেই মামলায় ২০১৮ সালে দেশের শীর্ষ আদালত জানায় যে কোনও রাজ্য নদীর জলের অধিকার একা নিতে পারে না। এরপরেও সমস্যা মেটে নি। এবার তামিলনাড়ুকে (Tamil Nadu) বেশি জল দেওয়ার প্রতিবাদে আগামী ২৬ সেপ্টেম্বর সকাল ৬টা ১২ ঘণ্টা বেঙ্গালুরু (Bengaluru) বনধের ডাক দিল রাজ্যের কৃষক সংগঠন এবং কন্নড়পন্থী একাধিক গোষ্ঠী।

জলবণ্টন কমিটির এক আধিকারিক জানান, গত ১৯ সেপ্টেম্বর কাবেরী জলবণ্টন নিয়ে বৈঠক হয়। সেখানে কর্নাটকের পক্ষ থেকে ৩০০০ কিউসেক জল দেওয়ার কথা বলা হয়েছিল। যেখানে তামিলনাড়ুর পক্ষ থেকে ১২,৫০০ কিউসেক জলের দাবি রাখা হয়েছিল। এরপর দুপক্ষের মধ্যে ৫০০০ কিউসেক জল নিয়ে চুক্তি হয়। এই সিদ্ধান্তে আপত্তি তুলেছে কর্ণাটকের কৃষকরা। তাঁদের দাবি তামিলনাড়ুকে বেশি জল দেওয়া হচ্ছে। এর প্রতিবাদ করে বেঙ্গালুরু (Bengaluru) বনধ কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার অটো, অ্যাপ ক্যাব বন্ধ থাকবে বলেই মনে করা হচ্ছে। মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকলেও কর্নাটক স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের মুখপাত্র জানিয়েছেন, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নজর রেখে বাস নামানো হবে। অবস্থা বুঝে ব্যবস্থা। যদি পরিস্থিতি হাতের বাইরে চলে যায় তাহলে বাস বন্ধ করে দেওয়া হবে। গত মঙ্গলবারের বৈঠকের পরই ক্ষোভে ফেটে পড়ে কন্নর কৃষক সংগঠনগুলি। তাঁদের অভিযোগ, তামিলনাড়ুকে বেশি জল দেওয়া হলে তার প্রভাব পড়বে রাজ্যে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version