Sunday, August 24, 2025

ডে.ঙ্গির বাড়বাড়ন্তে কড়া পদক্ষেপ! সং.ক্রমণ বাড়তেই অধিকাংশ হুগলিকে ‘হটস্পট’ ঘোষণা রাজ্যের

Date:

পুজোর (Pujo) মুখে রাজ্যে ডেঙ্গির (Dengue) প্রকোপ উদ্বেগ বাড়াচ্ছে। কলকাতার পাশপাশি মশাবাহিত রোগ থাবা বসাচ্ছে জেলাগুলিতে। শুধু শহরই নয়, গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে সংক্রমণ। সময় যত গড়াচ্ছে ধীরে ধীরে আয়ত্তে আসছে পরিস্থিতি। তবে রবিবার দক্ষিণ দমদম (South Dumdum) এলাকায় এক বাসিন্দার মৃত্যু হয়েছে বলে খবর। এই নিয়ে শুধু দক্ষিণ দমদমেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়। সূত্রের খবর, মৃত মহিলার নাম রুনা বসাক (৫৩)। রুনা দক্ষিণ দমদম পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের শ্যামনগরের বাসিন্দা। চলতি মাসের ১৪ তারিখে নাগেরবাজারের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন তিনি। ২১ শে সেপ্টেম্বর মৃত্যু হয় তাঁর। হাসপাতালের তরফে মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গির কথা উল্লেখ রয়েছে। তবে রাজ্য সরকার ডেঙ্গি দমনে জোরকদমে প্রচার চালাচ্ছে। ইতিমধ্যে রাজ্যের তরফে কমিটি গঠন করে গ্রাম থেকে শহর, পুরসভা এলাকা থেকে পঞ্চায়েত সর্বত্রই জোর নজরদারি চালানো হচ্ছে।

শহরে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানান, গত বাম সরকারের পাপের ফল ভুগছে আমাদের শহর। কলকাতা পুরসভা ডেঙ্গি দমনে সর্বোতভাবে চেষ্টা করছে, একাধিক পদক্ষেপ করা হয়েছে। ফিরহাদ হাকিমের স্পষ্ট বার্তা, সকলকেই নোটিশ ধরানো হবে।

 

এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যের কোন জেলায় ডেঙ্গি পরিস্থিতি কেমন?

হুগলি– হুগলিতে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। নদিয়া, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনার পর হুগলিও চিহ্নিত হয়েছে ‘রেড জ়োনে’। শ্রীরামপুর, উত্তরপাড়া, বলাগড়, পাণ্ডুয়া, চণ্ডীতলাকে ‘রেড জোন’ হিসাবে চিহ্নিত করা হয়েছে।

দক্ষিণ ২৪ পরগনা– দক্ষিণ ২৪ পরগণা জেলায় সাধারণ মানুষের মধ্যে না জেনেই নিষিদ্ধ ওষুধ খাওয়ার প্রবণতা বাড়ছে। যে কারণে ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মালদহ- এই জেলাতেও ডেঙ্গি আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মালদহ জেলার কালিয়াচকের ১,২ এবং ৩ নম্বর ব্লক, রতুয়া ২ নম্বর ব্লকে ডেঙ্গির প্রকোপ সব থেকে বেশি। পাশাপাশি, ইংরেজবাজার ও পুরাতন মালদহ পৌরসভার বিভিন্ন এলাকাতেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

দার্জিলিং, কোচবিহার- এখানে ডেঙ্গির প্রকোপ কিছুটা কম।

মুর্শিদাবাদ- স্বাস্থ্য দফতরের একটি সূত্র জানাচ্ছে, গত তিন দিনের তুলনায় মুর্শিদাবাদে ডেঙ্গি পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। নতুন করে আক্রান্তের গ্রাফ নিম্নমুখী। জেলার অন্যতম ডেঙ্গি ‘হটস্পট’ লালগোলা, ভগবানগোলা এবং সুতি ব্লকে চলতি সপ্তাহে আক্রান্তের সংখ্যা গত সপ্তাহের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম বলে জানা গিয়েছে।

তবে সময় যত গড়াচ্ছে রাজ্য সরকারের উদ্যোগে পুজোর আগে অনেকটাই নিয়ন্ত্রণে ডেঙ্গি। ধীরে ধীরে সংক্রমণের মাত্রা বাড়ছে। মানুষকে বারবার সর্তক হওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য দফতরের তরফে দেওয়া হয়েছে গাইডলাইনসও। তা ঠিকমতো মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

 

 

Related articles

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...
Exit mobile version