Thursday, August 28, 2025

মহিলা সংরক্ষণ বিল পাশেও ‘রাজনীতি’ দেখছেন মোদি, পাল্টা তোপ বিরোধীদের

Date:

লোকসভা এবং রাজ্যসভায় মহিলা সংরক্ষণ বিল পাশে সমর্থন জানায় বিরোধীরা। ফলে দুটো কক্ষেই পাশ হয়ে যায় এই বিল। এর পরেই বিরোধীদের কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর কথায়, লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে এই পদক্ষেপ। বিরোধীদের পাল্টা বিজেপি সরকারকেই ভোটর রাজনীতির তাস খেলার অভিযোগে নিশানা করেছে বিরোধীরা।

কৃতিত্ব নিতে রেলের উদ্বোধনের মঞ্চেও প্রধানমন্ত্রী মোদির বক্তব্যে উঠে আসে সংসদের বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গ। তিনি বলেন, “আমাদের মহিলাদের নেতৃত্বের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনার প্রশংসা সারা বিশ্বে। তাকে আরও জোরদার করতে সংসদে আনা হয়েছে নারী শক্তি বন্দন বা মহিলা সংরক্ষণ আইন।” বিলটি পাশের ক্ষেত্রে বিরোধীদের সমর্থনেও রাজনীতি দেখছে মোদি সরকার। প্রধানমন্ত্রীর (Narendra Modi) কথায়, ২০২৪-এর লোকসভা নির্বাচনের দিকে তাকিয়েই এই সিদ্ধান্ত বিরোধীদের। বলেন, ‘‘তিন দশক বিলটি ধরে আটকে ছিল। ওই বিলটির যাঁরা এক সময়ে নিরন্তর বিরোধিতা করে এসেছিলেন, আজ তাঁরাও এর সমর্থনে সংসদের উভয় কক্ষে এগিয়ে আসতে বাধ্য হয়েছেন। সব রাজনৈতিক দল আজ আপনাদের ভয়ে ভীত। তাই ওই বিল পাশ হয়েছে।’’

পাল্টা অবিজেপি দলগুলির মত, ক্রমে জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিজেপি (BJP) । রাজ্যের আঞ্চলিকদলগুলির উত্থান এবং নির্বাচনের ফলই তার প্রমাণ। ফলে মহিলা ভোটারদের পাশে টানতেই তড়িঘড়ি বিশেষ অধিবেশন ডেকে মহিলা সংরক্ষণ বিল পাশ করাল মোদি সরকার। মহিলা ভোটারেরা যদি তাদের পাশে না থাকে তাহলে কোনও ভাবেই তৃতীয় বার ক্ষমতায় আসতে পারবে না বিজেপি। সেই কারণে এই তৎপরতা।

 

 

 

Related articles

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...
Exit mobile version