Tuesday, August 26, 2025

দীপিকা-পত্রলেখার পরে নজর কাড়ল পরিণীতির ওড়না, জরিতে লেখা প্রিয়তমের নাম

Date:

বলিউডের নায়িকাদের বিয়ের সাজে এখন আর লালের ছড়াছড়ি নেই। তার জায়গায় এখন ট্রেন্ডি প্যাস্টেল শেড। রবিবার, রাঘব-পরিণীতির বিয়েতেও ছিল হালকা রঙের ছোঁয়া। তবে, নজর কেড়েছে পরিণীতির ওড়না। সেখানে ছিল তাঁর প্রিয়তমের নাম- রাঘব।

বিয়ের ওড়নায় প্রেমের সাক্ষর ছিল রাজকুমার রাও  ও পত্রলেখা বিয়েতে। বাঙালি পত্রলেখার ওড়নায় বাংলায় লেখা ছিল প্রেমের প্রতিশ্রুতি। রণবীর সিং ও দীপিকা পাড়ুকনের বিয়েতেও নজর কাড়ে দীপিকার ওড়না। পাড়ে জরির কাজে লেখা ছিল ‘সদা সৌভাগ্যবতী ভবঃ’। এবার পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। চূড়ান্ত গোপনীয়তা ছিল রাঘব-পরিণীতির বিয়ের সাজ নিয়ে। রবিবার, বিয়ের পর সোমবার সকালে নিজেই কিছু ছবি পোস্ট করেন নায়িকা। সেখানে দেখা যায়, মণীশ মলহোত্রার ডিজাইন করা পোশাকে সেজেছেন তিনি। সেই ওড়নাতেও চমক। মাটি ছোঁয়া লম্বা ওড়নায় জরির এম্ব্রোডারি করা লেখা রাঘব চাড্ডার (Raghav Chadda) নাম।

তবে, পরিণীতির বিয়ের পোশাকের রঙে কোনও চমক ছিল না। অনুষ্কা শর্মা, আলিয়া ভাটের মতোই বিশেষ দিনের জন্য হালকা রঙের পোশাক বাছেন পরিণীতা। বেইজ রঙের লেহেঙ্গা চোলিতে জরি আর মোতির শৌখিন কাজ। তবে, হাতে অতি সূক্ষ্ম সামান্য ডিজাইনের মেহেন্দি ছিল তাঁর। রংটিই পছন্দ ছিল পরিণীতির (Parineeti Chopra)। সঙ্গে পান্নার গয়না।

তরুণ আপ সাংসদ রাঘবের পোশাকের দায়িত্বে ছিলেন পবন সচদেব। তাঁর পরনে ছিল আইভরি রঙের শেরওয়ানি। পাগড়ি ছিল অফ হোয়াইট রঙের। গলায় মুক্তোর মালা। তবে, এদিন রাঘবের চোখে ছিল না পরিচিত চশমাটি। রবিবার বিয়ের পরে ৩০ সেপ্টেম্বর নবদম্পতির রিসেপশন পার্টি।

 

 

 

Related articles

বনতারায় কতটা সুরক্ষিত পশুরা: জানতে SIT গঠন সুপ্রিম কোর্টের

বিপদগ্রস্ত পশুদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রীর নজর কাড়ার চেষ্টা চালিয়েছিল গুজরাটের বনতারা (Vantara)। এবার প্রশ্ন উঠেছে সেখানে দেশের ও...

কীভাবে দুর্নীতিবাজদের সমর্থন করতে হয় মোদিকে দেখে শিখুন! তীব্র কটাক্ষ তৃণমূলের

দুর্নীতিগ্রস্তদের পাশে বসিয়ে বাংলায় এসে বড় বড় কথা বলে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দুর্নীতিবাজদের সঙ্গে সর্বক্ষণ...

ট্রাম্পের শুল্কবাণে অস্থিরতা শেয়ার বাজারে! পড়ছে সেনসেক্স-নিফটি

আমেরিকার(USA) ৫০ শতাংশ শুল্ক আরোপের ঠিক একদিন আগেই ধরাশায়ী শেয়ার বাজার(Share Market)। দেশের শেয়ার বাজারে ব্যাপক ধস। দুপুর...

‘জামাই আদর’ করে নিয়ে গিয়ে ভিনরাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্থা কেন? গর্জে উঠলেন মমতা

ভিনরাজ্যে ‘জামাই আদর’ করে নিয়ে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে। মঙ্গলবার, বর্ধমান শহরের পরিষেবা প্রদান মঞ্চ...
Exit mobile version