Friday, November 7, 2025

পদ্মপাঁকে পা ডোবাচ্ছে কংগ্রেস! পাঞ্জাবে ঘোড়া কেনাবেচার ইঙ্গিত বাজওয়ার

Date:

ভোটে হারলেও টাকার জোরে কুর্সি কেনা যায়। ক্ষমতায় এসে জনতাকে বোকা বানিয়ে রাজ্যে রাজ্যে এতদিন তা দেখিয়ে এসেছে বিজেপি(BJP)। এবার কি তবে পদ্ম শিবিরের দেখানো পথে হাঁটতে চলেছে কংগ্রেস? রাজস্থানে(Rajsthan) আপের(AAP) কাছে ক্ষমতা হারিয়ে এবার ঘুরপথে ক্ষমতা দখলে মরিয়া কংগ্রেস(Congress)। সেটাই এবার স্পষ্ট হয়ে গেল পাঞ্জাবের বিরোধী দলনেতা প্রতাপ সিং বাজওয়ার(Pratap Singh Bajwa) মন্তব্যে। মঙ্গলবার তিনি দাবি করলেন, আপের ৩২ জন বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। একইসঙ্গে পাঞ্জাবের মানুষ যাতে কেজরিওয়ালেরকে ভোট না দেন সে আবেদন করেন তিনি। বাজওয়ার মন্তব্যে রীতিমতো জলঘোলা হতে শুরু করেছে পাঞ্জাব রাজনীতিতে।

২০২২ সালে বিধানসভা নির্বাচনে ১১৭ আসনের পাঞ্জাবে ৯২ আসন জিতে সবাইকে চমকে দিয়েছিল আপ। কংগ্রেসের কপালে জুটেছিল মাত্র ১৮ আসন। এই ফলাফলের জের পড়েছিল বিরোধী জোট ইন্ডিয়াতেও। আপ ও কংগ্রেসের এই দ্বন্দ্বের মাঝেই এদিন বিরোধী দলনেতা প্রতাপ সিং বাজওয়া দাবি করেন, আপের ৩২ জন বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। ফলে যেকোনও সময় আপকে পাঞ্জাবের ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। বিরোধী দলনেতার এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ আম আদমি পার্টি। এহেন মন্তব্যের পাল্টা তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।

মঙ্গলবার নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে মান লেখেন, আপনি কি মানুষের দ্বারা নির্বাচিত সরকার ভেঙে ফেলতে চাইছেন? আমি জানি আপনার মুখ্যমন্ত্রী হওয়ার বাসনা কংগ্রেস শেষ করে দিয়েছে। আমি পাঞ্জাবের ৩ কোটি মানুষের প্রতিনিধি। কুর্সির জন্য আপনার মতো ভাঙচুরের খেলা খেলি না। আপনার যদি ক্ষমতা থাকে তবে আপনি আপনার হাইকম্যান্ডের সঙ্গে এবিষয়ে কথা বলুন।

Related articles

SIR কাড়ল আরও ২ প্রাণ, বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্রের বলি এবার কুলপি- সাঁইথিয়ায়

এসআইআরের (SIR) নামে বিজেপির (BJP) রাজনৈতিক ষড়যন্ত্র এবং ভয়ের পরিবেশ তৈরি রাজ্যে একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে।...

বৃষ্টি নেই বাংলায়, ঊর্ধ্বমুখী তাপমাত্রায় অমিল কনকনে শীতের আমেজ!

!জাঁকিয়ে শীত (winter) এখনই নয়, তবে সকাল-রাতে হালকা হিমেল ছোঁয়া শিহরণ জাগাচ্ছিল বাঙালির মনে প্রাণে। শুক্রবার সকালে তাপমাত্রার...

একটি কঙ্কালের অসম্পূর্ণ প্রেমকাহিনি

জয়িতা মৌলিক ১২৯৮ বঙ্গাব্দের ফাল্গুন মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) লেখা 'কঙ্কাল' ছোটগল্পটির মঞ্চনাট্যরূপ দেখলাম ১৪৩২ বঙ্গাব্দের কার্তিক মাসে,...

KIFF: চলচ্চিত্র উৎসবের প্রথম দিনেই সত্যজিৎ স্মরণ, নন্দনে শ্রদ্ধার্ঘ্য ঋত্বিক ঘটককে

মহানগরীতে সিনে উৎসবের মেজাজ, শুরু হয়ে গেল ৩১-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International Film Festival)। বৃহস্পতিবার...
Exit mobile version