Sunday, December 21, 2025

হাইকোর্টের বিচারপতি নিয়োগ ও বদলিতে বিলম্ব কেন্দ্রের, উদ্বেগ প্রকাশ শীর্ষ আদালতের

Date:

Share post:

হাইকোর্টে ৯ বিচারপতি নিয়োগ ও ২৬ বিচারপতিকে বদলি সংক্রান্ত প্রস্তাব সরকারের কাছে আটকে রয়েছে ১০ মাস ধরে। এই ঘটনায় মঙ্গলবার রীতিমতো উদ্বেগ প্রকাশ করল দেশের শীর্ষ আদালত।

কেন্দ্রের এমন গাছাড়া মনোভাবে ক্ষুব্ধ বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল এবং সুধাংশু ধুলিয়ার বেঞ্চ বলেন, “২০২২ সালের নভেম্বর থেকে হাইকোর্টের কলেজিয়াম থেকে ৭০ টি নাম পাঠানো হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে, কিন্তু সেই তালিকা আমাদের কাছে ফেরত আসেনি। আমি এই সমস্যাটিকে চিহ্নিত করছি কারণ শূন্যপদগুলি একটি বড় সমস্যা। গত ১০ মাস ধরে কোনো নাম আমরা পাইনি। নাম সুপারিশ করা হয় এবং তারপর তাদের নিয়োগ দেওয়া হয় না।” বিচারপতি কৌল আরও বলেছেন, “আমার অনেক কিছু বলার আছে কিন্তু আমি বলছি না। অ্যাটর্নি জেনারেল কেন্দ্রের প্রতিক্রিয়া জানাতে এক সপ্তাহ সময় চেয়েছেন বলে আমি আজ চুপ করে আছি। কিন্তু আমি পরের তারিখে চুপ থাকব না।”

বিচারপতি কৌল মৌখিকভাবে মন্তব্য বলেন, “আমার কাছে থাকা তথ্য অনুযায়ী। ২৬টি বদলি মুলতুবি রয়েছে। মুলতুবি রয়েছে একটি সংবেদনশীল হাইকোর্টে একজন প্রধান বিচারপতির নিয়োগ। ৯ জন বিচারপতি নিয়োগের সুপারিশ সরকার কলেজিয়ামের কাছে ফেরতও পাঠায়নি, অনুমোদনও জানায়নি।” শীর্ষ আদালত যে সংবেদনশীল হাইকোর্টের কথা বলছে সেটি সম্ভবত মণিপুর হাইকোর্ট। বিচারপতি সিদ্ধার্থ মৃদুল, যিনি বর্তমানে দিল্লি হাইকোর্টে আছেন, তাকে ৫ জুলাই মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছিল। গত বছরের নভেম্বরে, সুপ্রিম কোর্ট এই বিষয়ে কেন্দ্রীয় আইন সচিবের কাছে প্রতিক্রিয়া চেয়েছিল। মঙ্গলবার শুনানির সময়, অ্যাডভোকেট প্রশান্ত ভূষণ নির্দিষ্টভাবে উল্লেখ করেছেন যে সম্ভাব্য প্রার্থীরা নিয়োগে দীর্ঘ বিলম্বের কারণে প্রার্থিতা থেকে তাদের নাম প্রত্যাহার করে নিচ্ছেন।

spot_img

Related articles

অটো চালককে সপাটে চড়! বিজেপি বিধায়কের কীর্তিতে সরব বিরোধীরা

সাতসকালে মাঝ রাস্তায় এক অটোচালককে চড় মারার অভিযোগ উঠল মহারাষ্ট্রের ঘাটকোপার পূর্বের বিজেপি বিধায়ক পরাগ শাহের বিরুদ্ধে। শুক্রবারের...

বাংলাদেশ নিয়ে কলকাতায় বসে উদ্বেগ: মোহন ভাগবতকে দিল্লিতে কথা বলার খোঁচা তৃণমূলের

বাংলাদেশের অশান্তির পরিস্থিতিতে বিজেপির নেতারা যেভাবে বাংলাকে অশান্ত করার চেষ্টা করে চলেছেন, সেই একই সুর আরএসএস (RSS) প্রধান...

শহরে ফের অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঙ্গিন

নিউটাউনের রেষ কাটতে না কাটতেই ফের শহরে অগ্নিকাণ্ড! রবিবার ছুটির দিনে এন্টালির আনন্দপালিত নামের এক বহুতলের ৪ তলায়...

ভোটার তালিকা সংশোধনে সক্রিয় হতে নির্দেশ! সোমে বিএলএদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী 

দলীয় সংগঠনকে আরও চনমনে করতে এবং ভোটার তালিকা সংক্রান্ত বিভ্রান্তি দূর করতেই সোমবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন তৃণমূল নেত্রী...