সাধভক্ষণে শাড়ি নয়, ব্যতিক্রমী শুভশ্রীর মেটারনিটি ফ্যাশন!

দম্পতি জানিয়েছেন, এখনও পর্যন্ত কোথাও কোনও সমস্যা নেই। আশা করা হচ্ছে এই ডিসেম্বরেই ইউভান 'দাদা' হবেন।

দ্বিতীয়বার জন্য মা হতে চলেছেন টলিউডের অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Tollywood actress)। সোমবার রাজপত্নীর সাধভক্ষণে অনুষ্ঠানে চক্রবর্তী ও গঙ্গোপাধ্যায় পরিবারের ছিল সাজ সাজ রব। বছর শেষেই রাজ-শুভশ্রীর (Raj Chakraborty and Subhashree Ganguly) পরিবারে নতুন সদস্যের আগমন হবে। ছেলে ইউভানকে উপহারস্বরূপ বোন বা ভাইয়ের আসার কথা বেশ কিছুদিন আগেই সকলকে জানিয়েছিলেন সেলিব্রেটি দম্পতি। তবে সাধের অনুষ্ঠানে ব্যতিক্রমী ছিলেন নায়িকা। সাজ পোশাকে একেবারেই ছিমছাম ফ্লোরাল কুর্তি পড়ে ভাইরাল হলে শুভশ্রী।

বাবা, মা, রাজ ও পরিবারের মানুষদের পাশে নিয়েই সাধ খেলেন শুভশ্রী। চুড়িদারের সঙ্গে পরেছিলেন ঝুমকো কানের দুল, মাথা ভর্তি ছিল লাল সিঁদুর। তাঁর মেটারনিটি ফ্যাশনে মুগ্ধ নেট দুনিয়া। কিছুদিন আগেই বেবিমুনে মলদ্বীপে গিয়ে মনোকিনিতে নজর কাড়েন অন্তঃসত্ত্বা শুভশ্রী। সম্প্রতি ইউভানের জন্মদিনেও কালো শর্ট ড্রেসে নায়িকাকে হট অ্যান্ড স্মার্ট লেগেছে।আবার প্রলয়ের সাকসেস পার্টিতে শুভশ্রীর স্টাইল স্টেটমেন্ট ছিল নজরকাড়া। দম্পতি জানিয়েছেন, এখনও পর্যন্ত কোথাও কোনও সমস্যা নেই। আশা করা হচ্ছে এই ডিসেম্বরেই ইউভান ‘দাদা’ হবেন। অনুরাগীর শুভশ্রীকে অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।