Sunday, November 9, 2025

স্থায়ী উপচার্য নিয়োগে সার্চ কমিটির সঙ্গে বিশেষজ্ঞদের অন্তর্ভুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে উঠেছে। এর মধ্যেই স্থায়ী উপচার্য নিয়োগ নিয়ে সার্চ কমিটি গঠন ছাড়াও আরও কিছু বিশেষজ্ঞদের এই কমিটিতে নিয়োগ  করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।সার্চ বা অনুসন্ধান কমিটির সদস্য মনোনয়নের জন্য রাজ্য, রাজ্যপাল এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)—তিন পক্ষকেই পাঁচটি নাম জানাতে বলেছিল আদালত। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ জানায়, সদস্যদের নাম জানার পর প্রত্যেক পক্ষ থেকে সমান সংখ্যক সদস্য নিয়ে তিন জনের সার্চ কমিটি গঠন করা হবে। এই কমিটিই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির স্থায়ী উপাচার্যের নাম প্রস্তাব করবে। সেই অনুযায়ী তিনপক্ষই ইতিমধ্যেই ৫ জন করে বিশিষ্ট ব্যক্তির নাম জমা দিয়েছে  সার্চ কমিটির জন্য।

দেশের সর্বোচ্চ আদালত এদিন  জানিয়েছে, মামলার সঙ্গে যুক্ত আইনজীবীরা চাইলে আরও কয়েকটি নাম জমা দিতে পারবেন।তার মধ্যে থাকতে পারবেন বিশিষ্ট শিক্ষাবিদরা, বিজ্ঞানীরা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিরা।সর্বোচ্চ আদালত বুধবারের শুনানিতে জানিয়েছে, ৪ অক্টোবরের মধ্যে রাজ্য সরকারকে লিখিতভাবে জানাতে হবে রাজ্যে মোট কতগুলি সরকার পরিচালিত বিশ্ববিদ্যালয় আছে এবং সেখানে কোন কোন বিষয় পড়ানো হয়। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে,  ওই বিশ্ববিদ্যালয়গুলিতে এতদিন পর্যন্ত উপাচার্য নিয়োগ কি পদ্ধতিতে করা হয়েছে সে বিষয়েও আদালতকে বিস্তারিত জানাতে হবে ।

বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ আগামী ৬ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

 

 

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version