Saturday, August 23, 2025

স্থায়ী উপচার্য নিয়োগে সার্চ কমিটির সঙ্গে বিশেষজ্ঞদের অন্তর্ভুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে উঠেছে। এর মধ্যেই স্থায়ী উপচার্য নিয়োগ নিয়ে সার্চ কমিটি গঠন ছাড়াও আরও কিছু বিশেষজ্ঞদের এই কমিটিতে নিয়োগ  করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।সার্চ বা অনুসন্ধান কমিটির সদস্য মনোনয়নের জন্য রাজ্য, রাজ্যপাল এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)—তিন পক্ষকেই পাঁচটি নাম জানাতে বলেছিল আদালত। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ জানায়, সদস্যদের নাম জানার পর প্রত্যেক পক্ষ থেকে সমান সংখ্যক সদস্য নিয়ে তিন জনের সার্চ কমিটি গঠন করা হবে। এই কমিটিই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির স্থায়ী উপাচার্যের নাম প্রস্তাব করবে। সেই অনুযায়ী তিনপক্ষই ইতিমধ্যেই ৫ জন করে বিশিষ্ট ব্যক্তির নাম জমা দিয়েছে  সার্চ কমিটির জন্য।

দেশের সর্বোচ্চ আদালত এদিন  জানিয়েছে, মামলার সঙ্গে যুক্ত আইনজীবীরা চাইলে আরও কয়েকটি নাম জমা দিতে পারবেন।তার মধ্যে থাকতে পারবেন বিশিষ্ট শিক্ষাবিদরা, বিজ্ঞানীরা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিরা।সর্বোচ্চ আদালত বুধবারের শুনানিতে জানিয়েছে, ৪ অক্টোবরের মধ্যে রাজ্য সরকারকে লিখিতভাবে জানাতে হবে রাজ্যে মোট কতগুলি সরকার পরিচালিত বিশ্ববিদ্যালয় আছে এবং সেখানে কোন কোন বিষয় পড়ানো হয়। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে,  ওই বিশ্ববিদ্যালয়গুলিতে এতদিন পর্যন্ত উপাচার্য নিয়োগ কি পদ্ধতিতে করা হয়েছে সে বিষয়েও আদালতকে বিস্তারিত জানাতে হবে ।

বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ আগামী ৬ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

 

 

Related articles

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...

বাংলা ভাষার অপমান মানব না, সরব গর্বিত বাঙালি ঋতুপর্ণা

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির...
Exit mobile version