Tuesday, November 11, 2025

ওভারব্রিজ তৈরি নিয়েও বিজেপির ‘মি.থ্যাচার’! প্রতি.বাদে সরব শতাব্দীরা, সেতুর দাবিতে অবস্থান

Date:

একের পর এক ট্রেন দুর্ঘটনা। কিন্তু রক্ষণাবেক্ষণে নজর নেই রেলের। কোনও উন্নয়নমূলক কাজে কোনও নজর নেই। এর প্রতিবাদে সরব ২ তৃণমূল সাংসদ। সিউড়ি-বোলপুরের রাস্তার উপর হাটজন বাজারে রেলের ওভারব্রিজ তৈরির কাজ ৭-৮ বছরেও শেষ না হওয়ার প্রতিবাদে অবস্থানে বীরভূমের দুই সাংসদ, সব বিধায়ক, জেলা সভাধিপতি থেকে শহরের কাউন্সিলর ও তৃণমূল (TMC) কর্মীরা।

২০১৭ থেকে হাটজন বাজারে রেলের ওভারব্রিজ তৈরির কাজ শুরু হয়েছিল। কিন্তু অতি ধীরগতিতে কাজ চলায় এখন কাজ শেষ হয়নি। এর প্রতিবাদে বুধবার, স্থানীয় কাউন্সিলরদের সঙ্গে রাস্তায় বসে প্রতিবাদ জানান রেলের কেন্দ্রীয় স্ট্যান্ডিং কমিটির সদস্য তথা তৃণমূল সাংসদ শতাব্দী রায় (Shatabdi Ray)। তিনি বলেন, “২০১৭ সাল থেকে চিঠি দিচ্ছি। সংসদে দাবি জানাচ্ছি। রেলমন্ত্রীর কাছে দরবার করছি। শুধু প্রতিশ্রুতি ছাড়া কিছু মিলছে না।”

আরও পড়ুন:জানুয়ারিতেই অযোধ্যায় মন্দির উদ্বোধন ও রামের ‘প্রাণপ্রতিষ্ঠা’, ঘোষণা ট্রাস্টের

আগেই সিউড়িতে পুরপ্রধানের শপথের দিনেই রেল রোকো এবং অবস্থানের ডাক দেন শতাব্দী (Shatabdi Ray)। এরপর সোশ্যাল মিডিয়ায় বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় একটি পোস্ট করেন। সেখানে তাঁর দাবি রেলব্রিজের কাজ পুজোর আগেই শুরু হবে। একটি ওয়ার্ক অর্ডারও পোস্ট করেন তিনি। এরপরেই আরও ক্ষিপ্ত হন তৃণমূল নেতৃত্ব। তাঁদের অভিযোগ, ব্রিজ নির্মাণ নিয়েও জুমলা করছে গেরুয়া শিবির। অবিলম্বে ওভারব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন শতাব্দীরা।

 

 

Related articles

Kiff: মঙ্গল-সন্ধ্যায় সিনে আড্ডায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী, শোনালেন ‘দুষ্টুমির গল্প’

সিনে প্রেমীদের এখন তীর্থক্ষেত্র নন্দন-রবীন্দ্রসদন চত্বর। সেখানে চলছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kiff)। মঙ্গলবার, সন্ধেয় আচমকাই নন্দন...

ইডেনে পুরানো বন্ধুর সঙ্গে দেখা গিলের, হাসি-মজায় মাতলেন দুই পঞ্জাব পুত্র

ইডেনের ক্লাব হাউসে হঠাত দেখা দুই পঞ্জাব পুত্রের। ক্রিকেটের নন্দন কাননে দুই বন্ধুর রিইউনিয়ন। বর্তমানে ভারতীয় ক্রিকেটের পোস্টার...

বেহালার মানুষের কাছে বিচার চাইবেন! পার্থ কি রাজনীতিতে ফিরতে চাইছেন?

দল বহিষ্কার করলেও রাজনীতিতে নামার ষোলো আনা ইচ্ছে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee)। মঙ্গলবার জেলমুক্তি পেয়ে ঘরে ফিরেছেন। দীর্ঘ...

গতি মানেই প্রগতি: স্বাস্থ্যসচিবকে দ্রুত নিয়োগের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

আদালতের জন্য আটকে ছিল নিয়োগ। এবার দ্রুত নিয়োগ করতে হবে। মঙ্গলবার, স্বাস্থ্য  ভবনে ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের উদ্বোধনে...
Exit mobile version