Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

১) বৃহস্পতিবার দিনের শুরুতেই এশিয়ান গেমসে সোনা জিতল ভারত। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন ভারতের সরবজ্যোৎ সিং, শিবা নারওয়াল ও অর্জুন সিং চিমা।

২) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয় হলেও, হোয়াইটওয়াশ হল না। তৃতীয় একদিনের ম‍্যাচে হার ভারতীয় দলের। অজিদের কাছে ৬৬ রানে হারল রোহিত শর্মার দল। সিরিজ ফলাফল ২-১।

৩) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে জয় না এলেও দলের পারফরম্যান্সে খুশি ভারত অধিনায়ক রোহিত শর্মা। বিশ্বকাপের আগে নিজের ফর্মেও সন্তুষ্ট তিনি। বুধবার ম্যাচের পর আসন্ন বিশ্বকাপ নিয়ে আশাবাদী ভারতীয় দলের অধিনায়ক।

৪) আইএসএল-এর দ্বিতীয় ম্যাচেও জয় পেল মোহনবাগান সুপার জায়েন্ট। বুধবার বেঙ্গালুরু এফসিকে ১-০ গোলে হারাল সবুজ-মেরুন ব্রিগেড। দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন হুগো বৌমোস।

 

৫) এশিয়ান গেমসে মহিলাদের দলগত ২৫ মিটার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন মনু ভাকের, এষা সিং ও রিদম সাংওয়ান। তাঁদের দলগত পয়েন্ট ১৭৫৯। মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনসের ব্যক্তিগত প্রতিযোগিতায় সোনা জিতেছেন সিফট কৌর সামরা। সোনা জেতার পাশাপাশি বিশ্বরেকর্ড করেন সিফট।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

৬) এশিয়ার প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসাবে বিশেষ সম্মান পাচ্ছেন লিয়েন্ডার পেজ। ১৮টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ী ইন্টারন্যাশনাল টেনিস হল অফ ফেমের জন্য মনোনিত হয়েছেন। ২০২৪ সালের সম্মানের জন্য প্রাথমিক ভাবে ছয় জনকে বেছে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন লিয়েন্ডার।

Previous articleপুজোর আগে সাগরে ঘূর্ণাবর্ত! সপ্তাহান্তে ফের বৃষ্টির সম্ভাবনা
Next articleযা ঘটেছিল আজকের দিনে, দেখে নিন একনজরে