Friday, December 12, 2025

‘নতুন প্রজন্মের কাছে পৌঁছতেই টিকটক ব্যবহারের সিদ্ধান্ত’! ফের বি.তর্কিত মন্তব্য রামস্বামীর

Date:

Share post:

ক্ষমতায় এলে পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মতো লটারির ভিত্তিতে H1B ভিসা তুলে দেবেন তিনি। তার বদলে চালু করবেন মেধার ভিত্তিতে বিদেশি কর্মী নিয়োগ। মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামস্বামীর (Vivek Ramaswamy) এহেন মন্তব্য ঘিরে দিনকয়েক আগেই শোরগোল পড়ে গিয়েছিল। ফের চিন (China), টিকটক (Tiktok) ও ইউক্রেন (Ukraine) নিয়ে বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে এলেন রামস্বামী।

সম্প্রতি, দ্বিতীয় রিপাবলিকান প্রেসিডেন্সিয়াল বিতর্কে যোগ দিয়েছিলেন বিবেক। সব মিলিয়ে সেখানে ৭ মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ওই বিতর্কে যোগ দেন। আর সেখানেই বিতর্কিত মন্তব্য করেন বিবেক। যা নিয়ে ইতিমধ্যে বিতর্ক ছড়িয়েছে। সম্প্রতি বিবেক টিকটকে যোগ দিয়েছেন। তবে মার্কিন মুলুকের বহু জায়গায় চিনা অ্যাপ নিষিদ্ধ হলেও কেন বিবেক টিকটকে? এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, নির্বাচনে জিততে তরুণ মার্কিনীদের আগামী প্রজন্মের কাছে পৌঁছনোর ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। পাশাপাশি অনূর্ধ্ব ১৬ কিশোর-কিশোরীদের যে সোশ্যাল মিডিয়ার আসক্তি থাকা একেবারেই উচিত নয়, সেকথা মেনে নিয়েও নতুন প্রজন্মের কাছে পৌঁছতে টিকটকের মতো টুলকেই বেছে নিয়েছেন তিনি। পাশাপাশি তিনি জানান, টিকটক ব্যবহারের ফলে আমরা চিনের থেকেই স্বাধীনতা পাব, যা আমি চাই। যদি সত্যি আমরাই জিতি আমরা সেটা অবশ্যই পাব। আর বিবেকের এমন মন্তব্য শুনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বীরা সমালোচনায় সরব হন।

তবে শুধু চিন বা টিকটক অ্যাপই নয়, এদিন ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গেও মুখ খুলে বিতর্ক বাড়িয়েছেন বিবেক। তাঁর কথায়, পুতিন শয়তান একনায়ক হলেও ইউক্রেন যে একেবারেই ভালো নয় তা এদিন মনে করিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী। বিবেকের অভিযোগ, ওরা একটা এমন দেশ, যারা ১১টি দলকে নিষিদ্ধ করেছে। পাশাপাশি ইউক্রেনকে মার্কিন সাহায্যের ক্ষেত্রেও কাটছাঁট করার পক্ষেই সওয়াল করেছেন বিবেক।

 

 

 

spot_img

Related articles

হোটেল থেকেই করবেন মূর্তির উদ্বোধন, মেসি ম্যাজিকের অপেক্ষায় যুবভারতী

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, শুক্রবার গভীর রাতে কলকাতায় পা দিচ্ছেন ফুটবলের রাজপুত্র লিও মেসি (Leo Messi)। মাত্র ১২...

ডবলইঞ্জিনের রাজ্যে বাংলা বলে ফের আক্রান্ত রাজ্যের ব্য়বসায়ী! পুশব্যাকের হুমকি

ফের ডবলইঞ্জিন শাসিত রাজ্যে বাংলা বলে ফের আক্রান্ত রাজ্যের ব্য়বসায়ী। শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য ওড়িশায় (Orissa)...

টেকনো ইন্ডিয়া গ্রুপের উদ্যোগে শুরু অলিম্পিকা নাইট, অতিথি প্রণয়

টেকনো ইন্ডিয়া গ্রুপের(Techno India Group) উদ্যোগে শুরু হল পঞ্চম সংস্করণে অলিম্পিকা নাইট।  এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত...

যৌনপল্লির মহিলাকে বাড়িতে আনতে বাধা: মাকে মারধর-নগ্ন ভিডিও তুলে পতিতাপল্লিতে রেখে এলেন যুবক

যৌনপল্লির (Brothel Home) মহিলাকে বাড়িতে চায় পুত্র। সেই ইচ্ছেয় সম্মতি না দেওয়ায় মা-কে বেদম মারধর করার অভিযোগ উঠল...