Thursday, November 6, 2025

এশিয়না গেমসে ষষ্ঠ দিনেও সাফল্য ভারতের, শুভেচ্ছা মুখ‍্যমন্ত্রীর

Date:

এশিয়ান গেমসে ষষ্ঠ দিনেও ভারতের জয় জয়কার। শুক্রবার সকাল থেকেই একাধিক পদক ভারতের ঝুলিতে। শুটিংয়ে শুক্রবার সকাল থেকেই সোনা-রুপোর পদক জয় শুরু। বিশ্বরেকর্ড গড়ে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে সোনা ভারতের। ঐশ্বর্য প্রতাপ সিং তোমর, স্বপ্নিল কুশেল এবং অখিল শিয়োরান সোনার পদক জেতেন এশিয়ান গেমসে। অপরদিকে ১০ মিটার এয়ার পিস্তলে দলগত ভাবে রুপোর পদক জয়ের পর ব্যক্তিগত বিভাগেও সোনা জয় ভারতের। ১০ মিটার এয়ার পিস্তলে ব‍্যক্তিগত ভাবে সোনা জেতেন পলক গুলিয়া। ওপর দিকে রুপো পেলেন এষা সিং। এশিয়ান গেমসে রেকর্ড গড়ে সোনা জিতলেন পলক। এছাড়াও টেনিসে ডবলস ইভেন্টে রুপো পদক পান সাকেথ মিনেনি এবং রামকুমার রামানাথন। এরপরই শুভেচ্ছা জোয়ারে ভাসতে থাকেন তারা। শুভেচ্ছা জানান রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ও।

এদিন টুইটারে তিনি লেখেন,”এশিয়ান গেমসে ভারতের জয় জয়কার। এশিয়ান গেমসের ষষ্ঠ দিনেও পদকের প্রাপ্তি ভারতের। ইতিমধ্যেই ৩২ টি পদক জয় করে নিয়েছে ভারত।

পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে সোনা জয় ভারতের। ঐশ্বর্য প্রতাপ সিং তোমর, স্বপ্নিল কুশেল এবং অখিল শিয়োরান সোনার পদক জেতেন। ওপর দিকে এশিয়ান গেমসে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে আরও একটি সোনা জেতার জন্য পলক গুলিয়ার জন্য অত্যন্ত গর্বিত। একই ইভেন্টে আরেকটি রুপোর পদক জেতার জন্য শুভেচ্ছা এষা সিংকে শুভেচ্ছা। শুভেচ্ছা সাকেথ মিনেনি এবং রামকুমার রামানাথনকে। ভারতীয় টেনিস দল পুরুষদের ডাবলসে রৌপ্য পদক জেতার জন‍্য। এছাড়াও ভারতের হয়ে আরেকটি ব্রোঞ্জ জেতার জন্য জোৎস্না চিনপ্পা, আনাহাত সিং, তানভি খান্না, দীপিকা পাল্লিকালকে। আপনাদের অসামান্য সাফল্যের জন্য আপনাদের অনেক অনেক শুভেচ্ছা।

আরও পড়ুন:‘বিশ্বকাপে ভারত ফেভারিট দল, রোহিতদের হারানো সহজ কথা নয়’ : সৌরভ

Related articles

হরিয়ানায় ভোটার জালিয়াতি: প্রকাশ্যে এসে ব্রাজিলিয়ান ‘মডেল’ বললেন, ভারতেই যাইনি কোনওদিন

হরিয়ানায় ভোটার জালিয়াতিতে যার ছবি ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ, সেই ব্রাজিলিয়ান মডেলের (Brazilian  Model) নাম 'ল্যারিসা'। এবার...

লালবাজারে কাছে গাড়ির টুলসের গোডাউনে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫ ইঞ্জিন

শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড (Fire breaks Out in Kolkata)। বৃহস্পতিবার সকালে লালবাজারের কাছে ২১ নম্বর আর এন মুখার্জি...

সকালে শীতের আমেজ, রাতে পারদ পতনের সম্ভাবনা!

শীতের (Winter) অফিশিয়াল ঘোষণা হোক বা না হোক নভেম্বরের গোড়া থেকেই সকাল রাতে প্রকৃতির হিমেল ছোঁয়ায় শিহরিত হচ্ছে...

তারাসুন্দরীর মঞ্চে ম্যাজিক দেখালেন গার্গী

কুণাল ঘোষ বাংলার নাট্যমঞ্চে ইতিহাসের পাতাকে পুনরুজ্জীবিত করেই এক নতুন ইতিহাস লেখা হল। লিখলেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরী (Gargi Raychowdhuri),...
Exit mobile version