Friday, November 14, 2025

নিয়োগ মামলায় বিচারপতি সিনহার স্থগিতাদেশকে চ্যা.লেঞ্জ করে ডিভিশন বেঞ্চে কুন্তল

Date:

নিয়োগ মামলায় ধৃত কুন্তল ঘোষের অভিযোগের ভিত্তিতে দায়ের মামলায় সিবিআই আধিকারিকদের রক্ষাকবচ দিয়েছে হাইকোর্ট। এমনকী, নিম্ন আদালত ওই আবেদনের ভিত্তিতে যে তদন্ত কমিটি গঠন করেছিল তাও খারিজ করে দিয়েছেন বিচারপতি। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন নিয়োগ মামলায় গ্রেফতার বহিষ্কৃত যুব নেতা কুন্তল ঘোষ। তাঁর দাবি, তাঁর বক্তব্য না শুনেই রায় দিয়েছে আদালত।

জানা গিয়েছে, আগামী সপ্তাহে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের ১৪ দিন পর হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করলেন তিনি। তাঁর বক্তব্য না শুনেই কেন এই তদন্তে স্থগিতাদেশ দেওয়া হল, মামলায় সেই প্রশ্নই তুলেছেন কুন্তল। এখন ডিভিশন বেঞ্চের অনুমতি পেলে পুলিশ ও সিবিআই কুন্তলের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করতে পারবে।

প্রসঙ্গত,নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ গত মে মাসে নিম্ন আদালতে বিচারকের ঘরে গিয়ে অভিযোগ জানিয়ে এসেছিলেন। তাঁর দাবি ছিল, তাঁকে জেরা করার নামে কেন্দ্রীয় সংস্থা হেনস্থা করছে। কুন্তলের অভিযোগের ভিত্তিতে যৌথ তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিশেষ সিবিআই আদলতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ও সিবিআই-এর যুগ্ম অধিকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই মতো তদন্তও শুরু হয়। কিন্তু কয়েকদিনের মধ্যে হাইকোর্টে গিয়ে এই তদন্তের বিরোধিতা করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।কিন্তু গত ১৪ সেপ্টেম্বর নিম্ন আদালতের ওই নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্ট। ফলে আপাতত কলকাতা পুলিশ ওই মামলার তদন্তে অন্তর্ভুক্তি পাচ্ছে না।

 

 

 

 

Related articles

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...
Exit mobile version