Thursday, May 15, 2025

অনুপ্র.বেশের চেষ্টা বানচাল! কুপওয়ারা সীমান্তে সেনার গু.লিতে খ.তম ২ জ.ঙ্গি

Date:

ফের সীমান্তে জঙ্গি (Terrorists) অনুপ্রবেশের (Infiltration) চেষ্টা বানচাল করে দিল ভারতীয় সেনা (Indian Army)। জানা গিয়েছে, অনন্তনাগের (Anantanag) পর এবার কুপওয়ারা (Kupwara) জেলার মাচিল সেক্টরে চার জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করে। আর তা নজরে আসতেই জঙ্গিদের খতম করল নিরাপত্তারক্ষীরা। সেনাদের ছোঁড়া গুলিতে ২ জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। আরও ২ জঙ্গির খোঁজে জোরকদমে তল্লাশি চালাচ্ছে সেনারা। তবে জঙ্গিদের থেকে অত্যাধুনিক এ কে রাইফেল সহ বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। ইতিমধ্যে, গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে।

এদিকে ঘটনার পর কুপওয়ারার এক পুলিশ আধিকারিক জানান, গোয়েন্দাদের কানে খবর এসে পোঁছয় ভারী অস্ত্র সহ কুপওয়ারার মাচিল সেক্টরের কুমকাদি এলাকায় অনুপ্রবেশের চেষ্টা চালাতে পারে বেশ কয়েকজন জঙ্গি। আর জঙ্গিদের সেই চেষ্টাই বানচাল করে দেয় নিরাপত্তারক্ষীরা। ইতিমধ্যে সেনাদের ছোঁড়া গুলিতে খতম হয়েছে দুই জঙ্গি। বাকি দুই জঙ্গির খোঁজে তল্লাশি অভিযান চলছে।

জানা গিয়েছে, সপ্তাহ দুয়েক আগেই অনন্তনাগে জঙ্গি দমন অভিযান চলাকালীন সেনা ও কাশ্মীর পুলিশের চার আধিকারিকের মৃত্যু হয়েছিল। এরপরই খতম করা হয় লস্কর কমান্ডার উজের খান ও আরও এক জঙ্গিকে। তবে দুর্ঘটনার খবর পেয়েই জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনার উচ্চপদস্থ কর্তারা ছুটে যান ঘটনাস্থলে। তাঁরা গিয়ে অভিযানের বিষয়ে খোঁজ খবরের পাশাপাশি দেহ উদ্ধারের ব্যবস্থা করেন। জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েই বুধবার এই অভিযান শুরু করে যৌথবাহিনী।

 

 

 

Related articles

মনিপুরের চান্দেলে সেনা অভিযান, গুলির লড়াইয়ে নিকেশ ১০ জঙ্গি

কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে নিরাপত্তা বাহিনীর। এদিকে মনিপুরের মায়ানমার সীমান্ত লাগোয়া চান্দেল জেলায় অভিযান চালিয়ে ১০...

ঘেরাও অভিযানের নামে মারমুখী চাকরিহারা শিক্ষকরা! ভাঙল বিকাশ ভবনের গেট

আদালতের নির্দেশ মেনে এগোচ্ছে সরকার। কিন্তু তার পরেও বিক্ষোভ দেখাচ্ছেন SSC-র ২০১৬ প্যানেলের যোগ্য চাকরিহারারা। বৃহস্পতিবার, বিকাশ ভবনের...

হাসপাতালে ভর্তি প্রভাত রায়, পরিচালকের সংক্রমণ নিয়ে বাড়ছে আশঙ্কা

গুরুতর অসুস্থ হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান পরিচালক প্রভাত রায় (Director Prabhat Roy)। বেশ কিছু...

সংঘাত নয়, সুসংহত আন্দোলনেই হবে টেকনিশিয়ানদের মর্যাদা ও ন্যায্য দাবি আদায়, বার্তা স্বরূপের

বঞ্চনার প্রতিবাদে প্রযোজক ও পরিচালকদের একাংশের বিরুদ্ধে এবার সর্বভারতীয় স্তরে একযোগে প্রতিবাদে শামিল হয়েছেন টেকনিশিয়ানরা। টলিপাড়ার টেকনিশিয়ানদের দেখানো...
Exit mobile version