Monday, November 10, 2025

বিজেপির চক্রা*ন্ত, প্রাকৃতিক বি*পর্যয় উপেক্ষা করে বাসেই দিল্লির পথে বাংলার ব*ঞ্চিতরা

Date:

Share post:

বিজেপির সমস্ত বাধা, চক্রান্ত উপেক্ষা করে তৃণমূলের ডাকে নিজেদের অধিকার ও পাওনা আদায়ে দিল্লি গেলেন বাংলার গরিব, বঞ্চিত মানুষ। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে ধর্না কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসের। রাজনৈতিক প্রতিহিংসা থেকে ট্রেন বিশেষ ট্রেন বাতিল করলেও, সকাল থেকে বাসে করেই দিল্লি যাচ্ছেন বঞ্চিতরা। শনিবার সকাল থেকেই তুমুল বৃষ্টি। আর নেতাজি ইন্ডোরের ভিতরে বাংলার বঞ্চিত মানুষ। তবে প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা করেই বিপুল উৎসাহ ও উন্মাদনা নিয়েই দিল্লি গেলাম তাঁরা। প্রায় ৫ হাজার মানুষকে নিয়ে ৫০টি বাসের দিল্লি যাওয়ার কথা গতকালই ঘোষণা করা হয়েছিল তৃণমূলের তরফে। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বীরবাহা হাঁসদা, শান্তনু সেন, জয়প্রকাশ মজুমদার সহ নেতৃত্ব।

ট্রেনের পরিবর্তে বাসে করেই গন্তব্যে যেতে হচ্ছে বঞ্চিতদের। সেই যাত্রাপথ নিয়ে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছেন বাস মালিকরাও। তাঁরা জানিয়েছেন, কলকাতা থেকে দিল্লির দূরত্ব প্রায় ১৬০০ কিলোমিটার। যেতে সময় লাগবে কমপক্ষে ৩৫ থেকে ৪০ ঘণ্টা। গোটা যাত্রা পথে ৪ থেকে ৫ বার দাঁড়াবে বাস। ডায়াবেটিস, পেট খারাপ জনিত রোগে আক্রাম্ত যাত্রীদের কোনও সমস্যা হলে সেক্ষেত্রে বাস দাঁড়াবে।

এদিকে এই বিশাল যাত্রাপথে একটানা কোনও একজন চালক বাস চালাবেন না। তাই প্রতি বাসে দু’জন করে চালক থাকছেন। দূরত্বের কথা মাথাতে রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন বাস মালিকরা। যাত্রা পথে কোনও যাত্রীর সমস্যা হলে তৎক্ষণাৎ তৃণমূলের স্বেচ্ছা সেবকদের সেই বিষয়ে জানানো হবে। সেইমতো প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হবে। কর্মসূচি শেষে আগামী ৬ অক্টোবর দিল্লি থেকেই ফের এই বাসগুলি বঞ্চিত মানুষকে নিয়ে কলকাতায় ফেরত আসবে।

spot_img

Related articles

ইডেনে টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল! আশার সঙ্গে রয়েছে আশঙ্কাও

টি২০ বিশ্বকাপ নিয়ে ভাবনা শুরু হয়ে গিয়েছে বোর্ডের অন্দরে।  ইতিমধ্যেই প্রাথমিকভাবে কয়েকটি ভেন্যুকে বেছে নিয়েছে বিসিসিআই। বাংলার ক্রিকেটপ্রেমীদের...

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে যাঁদের নাম আছে তাঁদের মধ্যে অন্যতম হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়( Surendranath Banarjee)। তিনি ছিলেন ব্রিটিশ...

খাবারে বিষ প্রয়োগে গণহত্যা, বিজেপি রাজ্যে বসে ষড়যন্ত্র! দুই রাজ্যে গ্রেফতার ৫ ‘জঙ্গি’

গুজরাট। হরিয়ানা। দেশের মানুষের নিরাপত্তার পরিস্থিতি ঠিক কেমন, তা ফের প্রমাণিত হল। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বসেই নিরাপদে ভারতে...

নন্দীগ্রাম দিবসে শ্রদ্ধাজ্ঞাপন: শহিদ স্মরণ মুখ্যমন্ত্রী, অভিষেকের

আজ নন্দীগ্রাম দিবসে। এদিন নন্দীগ্রাম-সহ পৃথিবীর সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...